বিএসইসির নতুন কমিশনার সাবেক বিচারক আলী আকবর
সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলী আকবরকে বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার পদে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
বুধবার (২৮ আগস্ট) এক প্রজ্ঞাপনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানিয়েছে, যোগদানের পর থেকে চার বছর তিনি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এতে বলা হয়েছে, তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে। আইন অনুযায়ী, বিএসইসির পাঁচ সদস্যের কমিশনের মিটিংয়ের কোরাম পূর্ণ হতে চেয়ারম্যান ছাড়াও তিনজন কমিশনারের উপস্থিতি বাধ্যতামুলক।
কিন্তু শেখ হাসিনার পদত্যাগের পর চেয়ারম্যানসহ দুজন কমিশনার পদত্যাগ করে। পরে খন্দকার রাশেদ মাকসুদকে চেয়ারম্যান নিয়োগ দিলেও কোরাম সংকটের কারণে কমিশন মিটিং হচ্ছিল না।