৫ সাবেক মন্ত্রী, তাদের পরিবারের সদস্যদের বিও হিসাব স্থগিত
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পাঁচ সাবেক মন্ত্রী ও তাদের পরিবারের ১৫ সদস্যের বেনিফিশিয়ারি ওনার (বিও) অ্যাকাউন্ট স্থগিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর দেখা নথি অনুসারে, বিএসইসি বৃহস্পতিবার (২৯ আগস্ট) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) এ বিষয়ে নির্দেশ দিয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব হিসাব স্থগিত থাকবে।
অন্য মন্ত্রীরা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ; সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
বিএসইসি সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহারাজ, তার স্ত্রী উম্মে কুলসুম ও ছেলে সাম্মাম জুনাইদ ইফতির বিও অ্যাকাউন্টও স্থগিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
এদিকে সাবেক মন্ত্রীদের পরিবারের সদস্যদের মধ্যে আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে সাফি মুদ্দাসের খান ও মেয়ে শাফিয়া তাসনিম খানের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।
হাছান মাহমুদের পরিবারের সদস্যদের মধ্যে তার স্ত্রী নুরুন ফাতেমা হাসান ও মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।
জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকা এবং মোহাম্মদ আলী আরাফাতের স্ত্রী শারমিন মুস্তারির বিও অ্যাকাউন্টও এ আদেশের আওতায় রয়েছে।
এছাড়া সাইফুজ্জামান চৌধুরী জাভেদের স্ত্রী রুকমিলা জামান চৌধুরী, তার আত্মীয় জারা জামান, তার বোন রোকসানা জামান চৌধুরী, তার ভাই আনিসুজ্জামান চৌধুরী ও তার মেয়ে জেবা জামান চৌধুরীর অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।