ইসলামী ব্যাংকের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনায় ডিএসইকে তদন্তের নির্দেশ
ইসলামী ব্যাংকের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২৫ সেপ্টেম্বর) জারি করা এক আদেশে বিএসইসি বলেছে, সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য ও পরিমাণ উল্লেখযোগ্যভাবে ওঠানামা করেছে যা অস্বাভাবিক ও সন্দেহজনক বলে মনে হয়।
বিএসইসি জানিয়েছে, বাজারের হেরফের, অভ্যন্তরীণ লেনদেন এবং শেয়ারের ইউনিটের দাম ও পরিমাণের অস্বাভাবিক গতিবিধির পেছনে অন্যান্য বাজার অপব্যবহারসহ বিভিন্ন কারণ চিহ্নিত করতে ডিএসই ৬ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ারের লেনদেনের বিষয়ে তদন্ত করবে।
বিএসইসি ঢাকা স্টক এক্সচেঞ্জকে আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে।
প্রসঙ্গত, উল্লিখিত সময়ে ইসলামী ব্যাংকের শেয়ার ১১৫ শতাংশ বেড়ে ৭০ টাকা ৪০ পয়সায় পৌঁছেছিল।