বেনজীরের বোট ক্লাবের ভবিষ্যৎ কী?
বিতর্কিত ঢাকা বোট ক্লাবের বিষয়ে—একসময় যার সভাপতি ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ—পদক্ষেপ নিতে যাচ্ছে সরকারি কর্তৃপক্ষ। ক্লাবটি উচ্ছেদও করা হতে পারে।
জাতীয় নদী রক্ষা কমিশনের (এনআরসিসি) চেয়ারম্যান সারওয়ার মাহমুদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এটা আসলে পুরনো সমস্যা; সেভাবে আলোচনায় আসেনি। তবে এখন যেহেতু বিষয়টি আমাদের এখতিয়ারে, তাই আমরা এটা বিবেচনা করব।
'৪ সেপ্টেম্বরের আমাদের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্যান্য বিষয়ের সঙ্গে এজেন্ডায় এই বিষয়টাও অন্তর্ভুক্ত করব। বৈঠকের পর নদীর জমি দখল করে ক্লাবটি তৈরি করা হয়েছে কি না, তা জানতে নতুন করে জরিপ করার জন্য কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করতে পারে।'
ঢাকা বোট ক্লাব তুরাগ নদের জমি দখল করে নদীর সীমানার ২০০ গজের মধ্যে স্থাপনা নির্মাণের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে।
বেশ কয়েকটি পরিবেশ ও সামাজিক সংগঠন অভিযোগ করেছে, ২০২১ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি দখলকৃত নদীর জমিতে নির্মাণ করা হয়েছে। অবৈধ স্থাপনাটি ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একজন কর্মকর্তা জানান, 'ক্লাবটি আসলে নদীর সীমানার ২০০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ না করার নিয়ম লঙ্ঘন করে নদীর জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। কিন্তু ক্লাবটি সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ প্রভাবশালী ব্যক্তিদের মদতে তৈরি হওয়ায় কেউ কোনো প্রশ্ন করতে সাহস করেনি।'
বেনজীরের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠার পর আদালতের নির্দেশে তার সম্প বাজেয়াপ্ত করা হয়েছে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আলমগীর কবির টিবিএসকে বলেন, 'বোট ক্লাবের জমি দখলের বিষয়টি অনেক আগেই আদালতের আদেশে সমাধান হয়েছে, তাই এ বিষয়ে আমাদের আর কোনো ভূমিকা নেই। তবে জাতীয় নদী রক্ষা কমিশন যদি আমাদেরকে বলে, আমরা পদক্ষেপ নিতে পারি। কারণ নদী রক্ষা কমিশনই নদীগুলোর প্রধান কর্তৃপক্ষ।'
তিনি আরও বলেন, 'নির্দেশ দিলে আমরা নতুন করে জরিপ করব। যদি দেখা যায় যে ক্লাবটি নদীর জমি দখল করেছে, তাহলে উচ্ছেদের আদেশ জারি হতে পারে।'
ঢাকা ক্লাবের বিরুদ্ধে ব্যক্তিগত মালিকানাধীন জমিও অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগও রয়েছে। জানা গেছে, ২০১৪ সালে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বোট ক্লাবের নামে ২৭ বিঘা জমি কেনা হয়।
পরে বিভিন্ন মাধ্যমে জমি অধিগ্রহণ করা হয়। এর কিছু অংশ কনিএ নেওয়া হলেও ক্লাবটি অন্যদের ইজারা দেওয়া খাস (সরকারি) জমি দখল করেছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে প্রায় ৬০ বিঘা জমি রয়েছে ঢাকা বোট ক্লাবের দখলে।
ক্লাবটি নির্মাণের শুরু থেকেই ইজারাদাররা তাদের জমি উদ্ধারের জন্য বিভিন্ন সরকারি কার্যালয়ে যোগাযোগ করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। এমনই একজন ইজারাদার সাভার বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুজন অভিযোগ করেন, 'আমার নামে ইজারা নেওয়া ৭৭.৭ শতাংশ সরকারি জমি দখল করেছে বোট ক্লাব। ক্লাবের একজন সদস্য আমাকে হুমকি দিয়ে বলেছিলেন, জমিটি ক্লাব ব্যবহার করবে, এ বিষয়ে আমি যেন কোনো কথা না বলি।'
ঢাকা বোট ক্লাব আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০২১ সালের ফেব্রুয়ারিতে। ক্লাবটির ওয়েবসাইট দেওয়া তথ্য অনুসারে, ঢাকা বোট ক্লাব লিমিটেড (ডিবিসিএল) হলো ঢাকার প্রধান বিনোদনমূলক বোটিং ও সামাজিক ক্লাব, যা ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।
ওয়েবসাইটে দাবি করা হয়েছে, এ ধরনের ক্লাব ঢাকায় তারাই প্রথম এবং তুরাগ নদীর তীরে অবস্থিত।