ইসির নিবন্ধন পেল নাগরিক ঐক্য, প্রতীক কেটলি
রাজনৈতিক দল হিসেবে নাগরিক ঐক্যকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে নির্বাচনী প্রতীক হিসেবে 'কেটলি' বরাদ্দ পেয়েছে দলটি।
আজ সোমবার (২ সেপ্টেম্বর) দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে ইসি সচিবালয়।
ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী নাগরিক ঐক্যকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। এই দলের জন্য 'কেটলি'প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলের নিবন্ধন নম্বর ৫২।
উল্লেখ্য, ২০১২ সালে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্য প্রতিষ্ঠা করেন।