উদ্ধার হয়েছে লুট হওয়া ৩৮৮০ অস্ত্র
সাম্প্রতিক সময়ে থানা, পুলিশ লাইন, পুলিশ ফাঁড়ি ও অন্যান্য স্থান থেকে লুট হওয়া ৩ হাজার ৮৮০টি অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত এসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে।
এসব অস্ত্রের পাশাপাশি এখন পর্যন্ত ২ লাখ ৮৬ হাজার ৮২ রাউন্ড গুলি, ২২ হাজার ১৩৯টি টিয়ার শেল ও ২ হাজার ১১৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্টের আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালিয়ে থানা ও অন্যান্য সংরক্ষিত এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়।
সারাদেশে লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও।