সৌদি আরবে আটক ৮ বাংলাদেশির মুক্তির দাবিতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার
সৌদি আরবে আটক আট প্রবাসী বাংলাদেশির মুক্তি এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে অনুমতির জন্য বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ চেয়েছে তাদের পরিবার। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আটকদের স্বজনরা সরকারের কাছে তাদের দাবি জানান।
আটক বাংলাদেশিদের একজনের পরিবারের সদস্য এম নুরুল কবির জানান, বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের প্রেক্ষাপটে তাদের আটক করা হয়েছিল। এ আন্দোলন দেশের অভ্যন্তরে এবং বিদেশে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক সমর্থন লাভ করে।
কবির বলেন, গত ১৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সৌদি আরবের মুহাইল ও আবহায় প্রবাসীরা প্রার্থনা সভা ও আলোচনা সভার আয়োজন করেন। এতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। কিন্তু সমাবেশের পরে সৌদি পুলিশ এ কর্মসূচির জন্য আয়োজকদের আটক করে। এই আটজনকে গত ২৩ দিন ধরে হেফাজতে রাখা হয়েছে।
পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে আটকে রাখায় তাদের স্বজনরা চরম দুর্ভোগে পড়েছেন বলে জানান কবির।
আটক ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের মোহাম্মদ জয়নাল আবেদিন, হাফিজ রহমাতুল্লাহ, মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, সেলিম উল ইসলাম, বান্দরবানের মাওলানা ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল ইসলাম।
ভুক্তভোগী পরিবারগুলো সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের মুক্তি দেয়নি। তারা এখন বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপের জন্য আবেদন করছে। তাদের বিশ্বাস এটি তাদের প্রিয়জনদের মুক্তি নিশ্চিত করার একমাত্র উপায়।