বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সর্বোচ্চ সম্পর্ক স্থাপনে কাজ করব: লুৎফে সিদ্দিকী
অভ্যন্তরীণ বিনিয়োগকে উৎসাহিত করতে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সর্বোচ্চ সম্পর্ক স্থাপনে কাজ করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী। তিনি বলেছেন, 'অর্থনৈতিক সংস্কারের জন্য আমি কাজ করব। আমি আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনেক দেশের আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে বসব। আমি তাদের মতামত শুনব।'
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) দেশে ফেরার পরে এ কথা বলেন তিনি।
দেশে ফিরে তার গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের বিষয়ে লুৎফে সিদ্দিকী বলেন, 'আমি এখানে আসতে পেরে খুবই উচ্ছ্বসিত। আজ সকালে প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে আমাকে ব্রিফ করেছেন।'
তিনি বলেন, 'সামাজিক মাধ্যমসহ সমাজের সর্বস্তরের সবার পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা এবং উৎসাহের জন্য আমি কৃতজ্ঞ। তারা ভবিষ্যৎমুখী ইতিবাচকতা, অন্তর্ভুক্তি ও সেবার চেতনা নিয়ে একযোগে কাজ করার প্রতি উৎসাহ দিয়েছেন।'
তিনি আরও বলেন, 'দেশে আসা বিনিয়োগকে আরও বাড়াতে হলে আমাকে অনেকের মতামত ও পরামর্শ শুনতে হবে। আগামী কয়েক সপ্তাহে অনেকের সঙ্গেই তাদের মতামত জানতে আলোচনা করব। নতুন আইডিয়া উদ্ভাবনে এসব যোগাযোগ সহায়তা করবে বলে মনে করছি।'
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ পান ড. লুৎফে সিদ্দিকী।