পার্বত্য চট্টগ্রামে পানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করবে ইউএনওপিএস
পার্বত্য চট্টগ্রামে পানি সংকট মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের প্রকল্প সেবাসমূহের কার্যালয় (ইউএনওপিএস) কাজ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, এর মধ্য দিয়ে কীভাবে স্থানীয় সম্প্রদায়গুলোর জীবনযাত্রা উন্নত করা যায়, সে উপায়গুলোও খোঁজা হবে।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) উপদেষ্টার কার্যালয়ে ইউএনওপিএ'র বাংলাদেশের কান্ট্রি ম্যানেজারের সঙ্গে বৈঠককালে সৈয়দা রিজওয়ানা এ কথা বলেন।
বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বন সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন নিয়ে ইউএনওপিএস ও বাংলাদেশ সরকারের মধ্যে সম্ভাব্য অংশীদারীত্বের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় রিজওয়ানা হাসান অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি পরিবেশের ক্ষতি কমাতে টেকসই অবকাঠামো প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বায়ু দূষণ এবং সেন্টমার্টিন দ্বীপের দূষণ মোকাবিলায় সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ইউএনওপিএস'র কান্ট্রি ম্যানেজার বাংলাদেশের পরিবেশগত লক্ষ্য, বিশেষ করে ইকোসিস্টেম পরিষেবা এবং জলবায়ু স্থিতিস্থাপকতার মতো ক্ষেত্রগুলোতে সহায়তার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে উভয়পক্ষই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হন।