মাদারীপুরে সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা বিএনপি নেতার দখল থেকে মুক্ত
মাদারীপুরের ডাসারে প্রশাসনের হস্তক্ষেপে কবি ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা দখলমুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব মাইজপাড়ায় সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন ভিটাটি উদ্ধার করে।
গত শনিবার কালকিনি উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক সোহেল হাওলাদারের বিরুদ্ধে নিজের পারিবারিক জমি দাবি করে ভিটাটি দখলে নেওয়ার অভিযোগ ওঠে। সেখানে থাকা ছবি, বইসহ স্মৃতিচিহ্ন নষ্ট ও ভাঙচুর করা হয়। ভিটাটি দখল নিয়ে সেখানে চালের গুদাম করা হয়। সরিয়ে ফেলা হয় লেখকের বাড়ির সামনে জেলা প্রশাসনের দেওয়া সাইনবোর্ডও।
সোহেলের বাড়ি কাজীবাকাই ইউনিয়নের পাথুরিয়ারপাড় এলাকায়।
ওই ভিটায় একটি টিনশেড ঘর (সুনীল স্মৃতি পাঠাগার) রয়েছে। দখলে নিয়ে ঘরটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। উদ্ধার অভিযানের সময় ওই তালা ভেঙে ঘরটিতে নতুন তালা লাগিয়ে দেয় প্রশাসন।
এর আগে আজ দুপুরে সেনাবাহিনীর কয়েকজন সদস্য নিয়ে দখল হওয়া ভিটাটিতে যায় উপজেলা প্রশাসন। তাদের আসার খবরে পালিয়ে যান সোহেল।
এ ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতার বিচার দাবি করেছেন জেলার কবি, সাহিত্যিক ও লেখকরা।
উল্লেখ্য, উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের মাদারীপুর মহকুমার রাজৈরের আমগ্রামের মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি তৎকালীন মাদারীপুর মহকুমার কালকিনির পূর্ব মাইজপাড়া গ্রামে। সেখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের ৭ একর ১৫ শতাংশ পৈতৃক জমি রয়েছে। এর মধ্যে ২ একর ৯৭ শতাংশ খাসজমি হিসেবে রেকর্ড আছে। সুনীল গঙ্গোপ্যাধ্যায় ২০১২ সালের ২৩ অক্টোবর কলকাতায় মারা যান।