সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিম্ন আদালতের বিচারকদের সতর্ক করলেন সুপ্রিম কোর্ট
সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরি শৃঙ্খলা পরিপন্থি কোনো স্ট্যাটাস, মন্তব্য ও শেয়ার করা থেকে বিরত থাকতে নিম্ন আদালতের বিচারকদের নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন উচ্চ আদালত।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু বিচার বিভাগীয় কর্মকর্তা ২২ সেপ্টেম্বর ২০১৯ ও ১৬ এপ্রিল ২০২৩ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে দেওয়া নির্দেশনা অনুসরণ করছেন না, যা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত।
এছাড়া, কিছু বিচারক বিচারিক কর্মঘণ্টায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন এবং নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করছেন, যা চাকরি শৃঙ্খলা ও বিধিমালার পরিপন্থি।
এই পরিস্থিতিতে প্রধান বিচারপতির নির্দেশনা দিয়েছেন, ২০১৯ ও ২০২৩ সালের নির্দেশনা মেনে চলতে হবে। বিচার বিভাগীয় কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো মন্তব্য বা স্ট্যাটাস শেয়ার করার সময় সতর্ক থাকতে হবে এবং তা দেশের বিদ্যমান আইন ও বিধির সাথে সংগতিপূর্ণ থাকতে হবে।
নির্দেশনাগুলো না মানলে তা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (ডিসিপ্লিন) রুলস, ২০১৭ সহ অন্যান্য বিদ্যমান আইন ও বিধি প্রযোজ্য হবে।