সাবেক প্রতিমন্ত্রী, ৩ এমপির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ সাবেক তিন এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক মোহাম্মদ আখতারুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করে জানান, জাকির হোসেন, ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম তালুকদার ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।
তিনি জানান, হাবিবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও নীতি বহির্ভূত কর্মকাণ্ডের বহু অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে তার ও তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের নামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। জানা গেছে, হাবিব হাসানের পরিবারের সদস্যদের কানাডার কথিত বেগম পাড়ায় ১.৫৫ মিলিয়ন কানাডিয়ান ডলার মূল্যের সম্পত্তি রয়েছে।
আখতারুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রী জাকির কুড়িগ্রামের রৌমারীতে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে কুড়িগ্রামের রৌমারীতে ৩.২৮ একর জমির মালিক হয়েছেন। এছাড়াও তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য পাঁচ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা।
দুদকের নথি অনুযায়ী, অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম তালুকদার বিভিন্ন সরকারি প্রকল্পে অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন। আবদুল ওয়াদুদের বিরুদ্ধেও দুর্নীতির তথ্য পাওয়া গেছে বলে দুদকের নথিতে বলা হয়েছে।