চলতি অর্থবছরে ২,৮০০ রোহিঙ্গাকে পুনর্বাসন করেছে যুক্তরাষ্ট্র: মুখপাত্র
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের একজন মুখপাত্র জানিয়েছেন, চলতি অর্থবছরে এপর্যন্ত ২,৮০০ রোহিঙ্গাকে পুনর্বাসন করেছে তার দেশ। এনিয়ে অত্র অঞ্চল থেকে ১৭ হাজারের বেশি রোহিঙ্গাকে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বেসরকারি বার্তাসংস্থা ইউএনবির এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "জাতিসংঘের শরণার্থী সংস্থার সুপারিশ অনুযায়ী এই অঞ্চল থেকে রোহিঙ্গা শরণার্থীদের যুক্তরাষ্ট্রের রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রামের আওতায় নেওয়া অব্যাহত থাকবে।"
রোহিঙ্গাসহ বেশকিছু জনগোষ্ঠীর পুনর্বাসনের বিষয়ে বাইডেন প্রশাসন গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক জান্তার গণহত্যা ও নির্যাতনের মুখে ৭ লাখ রোহিঙ্গা নারী, শিশুসহ ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। ক্যাম্পগুলোতে তাদের জনসংখ্যাও বাড়ছে।
গত রোববার এই জনগোষ্ঠীকে তৃতীয় কোনো দেশে দ্রুত পুনর্বাসনের তাগিদ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর কর্মকর্তাদের সাথে সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি।
তখন যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে রোহিঙ্গাদের পুনর্বাসিত করার বিষয়ে মূল্যায়ন করা হবে বলে তাঁকে আশ্বাস দেন বাংলাদেশে আইওএমের মিশন প্রধান আব্দুসাত্তর ইসোয়েভ।
ওয়াশিংটন হাজারো রোহিঙ্গাকে গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিল, তবে সেই প্রক্রিয়াটি বেশ ধীর গতিতে হচ্ছে। এই প্রেক্ষাপটে, পুনর্বাসন প্রক্রিয়া দ্রুততর করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা।