বাধ্যতামূলক অবসরে ডিজিএফআই-এর সাবেক ডিজি সাইফুল
ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক মো. সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সেনাবাহিনী।
গতকাল রাতে (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা তাদের কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকেও তার পদ থেকে অপসারণ করেছে।
সাইফুল বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ১৪তম বিএমএ লং কোর্সের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন পান। তিনি বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডারের দায়িত্ব পালন করেন।
সাইফুলকে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি ডিজিএফআই-এর ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত ৩ সেপ্টেম্বর সাইফুল আলম, তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার পাশাপাশি সমস্ত ব্যাংককে অ্যাকাউন্ট-সম্পর্কিত তথ্য বা নথি যেমন অ্যাকাউন্ট খোলার ফর্ম, কেওয়াইসি এবং লেনদেনের বিবৃতি ইত্যাদি পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলে।