নগদ-এর প্রশাসককে ‘হুমকির’ অভিযোগ, সাবেক এমডি তানভীর এ মিশুকের বিরুদ্ধে জিডি
মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর এ মিশুকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রতিষ্ঠানটির নবনিযুক্ত প্রশাসক বদিউজ্জামান দিদার।
রাজধানীর বনানী থানায় এ জিডি করা হয়।
অভিযোগের তথ্যানুসারে, সাবেক এমডি ও সিইও তানভীর এ মিশুকের হুমকির কথা উল্লেখ করে বনানী থানায় জিডি করেছেন বদিউজ্জামান দিদার।
অভিযোগে বদিউজ্জামান উল্লেখ করেন, মিশুক তার হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠিয়ে বলেছেন, 'আপনি অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করছেন। আপনি পেশাগত বা আইনগতভাবে নয়, ব্যক্তিগতভাবে আমাকে হেয় করার চেষ্টা করছেন। আমি এটা মাথায় রাখব ভাই।'
বদিউজ্জামান বলেন, 'আমি উক্ত কথোপকথনের মাধ্যমে এক ধরনের হুমকি বোধকরছি। বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য বিনীত অনুরোধ করছি।'
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২১ আগস্ট নগদে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় প্রতিষ্ঠানটির চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে। আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।