জিডি, এফআইআর, মামলা গ্রহণে বিলম্ব করবেন না: পুলিশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ
জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে পুলিশকে সাধারণ ডায়েরি, এফআইআর বা মামলা গ্রহণে অসম্মতি বা বিলম্ব না করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা বুধবার (২১ আগস্ট) থানায় অভিযোগ গ্রহণ সংক্রান্ত এ সার্কুলার জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জননিরাপত্তা বিভাগ বিভিন্ন অভিযোগ ও গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে জানতে পেরেছে যে, কিছু কিছু ক্ষেত্রে কিছু থানা সাধারণ ডায়েরি, এফআইআর, মামলা গ্রহণে অনীহা বা বিলম্ব দেখাচ্ছে। এসব ক্ষেত্রে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে এবং তদন্ত ও পরীক্ষা প্রক্রিয়া দীর্ঘায়িত করা যাবে না।
জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, "বাংলাদেশ পুলিশ জননিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি জনগণের বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্ত করবে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে যাতে এর মর্যাদা পুনঃস্থাপন করা যায়।"