ভারী বর্ষণে ভূমিধসে চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড বন্ধ
টানা ভারী বর্ষণের ফলে ভূমিধসে চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড বন্ধ হয়ে গিয়েছে। আজ (শনিবার) সকালে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
ভোর ৩টা থেকে ৪টার মধ্যে ৬ নম্বর ব্রিজের কাছে এ ঘটনাটি ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সহকারী প্রকৌশলী ও বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের প্রকল্প পরিচালক আসাদ বিন আনোয়ার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে ভূমিধসের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাস্তার পাশের পাহাড় থেকে মাটির একটি বড় অংশ ফৌজদারহাটগামী লেনে ধসে পড়ে। যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আসাদ বিন আনোয়ার বলেন, "ঐ সময় একেবারেই কম যানবাহন চলাচল থাকায় কারো কোনো হতাহত হয়নি।"
সড়কের ক্ষতিগ্রস্ত অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যানবাহনগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ মাটির স্তুপগুলো অপসারণ করে যত তাড়াতাড়ি সম্ভব যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে।
৬ কিলোমিটারের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড নির্মাণের পর থেকেই ঘন ঘন ভূমিধসের সম্মুখীন হচ্ছে। প্রকল্পটিতে বাস্তবায়নে সিডিএ মোট ১৬টি পাহাড় কেটেছিল। যদিও অনুমতি ছিল এরচেয়েও কম।
এক্ষেত্রে আড়াই লাখ ঘনমিটারের পরিবেশগত ছাড়পত্র অনুমোদন দেওয়া হয়েছিল। তবে সেই শর্ত না মেনে ১০.৫ কিলোমিটার জুড়ে কাজ করা হয়েছে। এজন্য সিডিএকে ২০২০ সালে ১০ কোটি ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়।
রাস্তাটি তৈরি করতে গিয়ে প্রায়শই ৯০ ডিগ্রি কোনে পাহাড় কাটা হয়েছে। এতে করে বর্ষা মৌসুমে রাস্তাটি ভূমিধসের ঝুঁকিতে রয়েছে।
গত তিন বছরে রাস্তাটি মোট তিনবার ভূমিধ্বসের কবলে পড়েছে। যা রাস্তার দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কারণ ভারী বৃষ্টিপাতের সময় ভূমিধসের ঝুঁকি আরও বেশি থাকে।