এজাহারে নাম থাকলেই গ্রেপ্তার নয়, আগে তদন্ত: ডিএমপি কমিশনার
মামলার এজহার বা এফআইআর-এ নাম থাকলেই অভিযুক্তকে গ্রেপ্তারের কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান। তিনি জানান, তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ রোববার ডিএমপি সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে মো. মাইনুল হাসান এ কথা বলেন।
মো. মাইনুল হাসান বলেন, "এফআইআর-এ নাম থাকলেই গ্রেপ্তারের কোনো বাধ্যবাধকতা নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না। পুলিশ হত্যা এবং থানার লুটপাটের ঘটনায়ও মামলা হবে। দুই এক সপ্তাহর মধ্যে সব থানা স্বাভাবিক কার্যক্রমে ফিরবে। ছিনতাই প্রতিরোধে পুলিশ আরও সক্রিয় হবে। চেক পোস্টগুলোও কাজ শুরু করেছে।"