গান বাংলা টেলিভিশনের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস গ্রেপ্তার
রাজধানীর উত্তরা থেকে গান বাংলা টেলিভিশনের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ।
তাপসকে গ্রেপ্তারের পর আজ (৪ নভেম্বর) সকালে উত্তরা পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার মো. মহিবুল্লাহ।
পুলিশ জানায়, গতকাল (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের সময় ভাটারা থানার প্রগতি স্মরনী থেকে উত্তরা পূর্ব থানা পুলিশ তাপসকে গ্রেফতার করে ।
২৯ অক্টোবর উত্তরা পূর্ব থানায় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদের দায়ের করা একটি হত্যা মামলায় কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, কৌশিক হোসেন তাপস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিলেন এবং তিনি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মীদের উৎসাহিত করে ছাত্র ও জনগণের আন্দোলনকে দুর্বল করতে চেষ্টা করেছিলেন। এর জন্য তিনি গান তৈরি করেছেন।
১৮ জুলাই বাদী ইশতিয়াক মাহমুদ ছাত্র-জনতার আন্দোলনের সময় পেটে গুলিবিদ্ধ হন। চিকিৎসার জন্য তাকে নিকটবর্তী হাসপাতালে যেতে বাধা দেওয়া হয়। গুলি চালানোর সাথে জড়িত সন্ত্রাসীদের কৌশিক হোসেন তাপসের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
একই সময়ে তাপস মামলার বাদী ইশতিয়াক মাহমুদকে চিকিৎসা গ্রহণে বাধা দেন বলেও মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
কৌশিক হোসেন তাপসকে বর্তমানে আদালতে নেওয়া হয়েছে। তার সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।