বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়শঙ্কর
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় জানিয়ে মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাথে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত।
'প্রতিবেশী দেশগুলো একে অপরের ওপর নির্ভরশীল' জানিয়ে তিনি বলেন, 'বাংলাদেশ তার বর্তমান অবস্থান এবং প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের তাৎপর্য বুঝতে পারলে, বিষয়টি আরও স্থিতিশীল হবে।'
নরেন্দ্র মোদি সরকারের তৃতীয় দফার শাসনের ১০০ দিন উপলক্ষে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে এনডিটিভির সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। সেখানেই বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল ও পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের অবস্থান প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
এসময় জয়শঙ্কর বলেন, 'সব সময় সবকিছু ঠিক থাকবে তা হয় না। সব সময় সবকিছু অনুকূলও থাকে না।'
তিনি বলেন, 'আমরা বিভিন্ন প্রতিবেশী দেশে কিছু রাজনৈতিক জটিলতা তৈরি হতে দেখেছি, তবে পরবর্তীতে সমস্যাগুলো মিটে গেছে।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশে ক্ষেত্রে যা ঘটছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। কাজেই সে নিয়ে মন্তব্য করা অনভিপ্রেত।আমাদের দিক থেকে আমরা বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে চাই এবং একে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের মধ্যে খুব ভালো সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে, উভয়ের মধ্যে ব্যবসা-বাণিজ্য ভালো এবং আমাদের মানুষের সঙ্গে মানুষের যোগাযোগও চমৎকার। তাই আমরা এই পথেই এগোতে চাই।'
তিনি বলেন, 'তাদের নিজস্ব রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। সেখানে যা ঘটেছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই।'
গত সপ্তাহে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও বলেছেন, 'ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক প্রয়োজন, তবে তা হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।'