আন্দোলনে গুলিবিদ্ধ ফাহিমকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক পাঠিয়েছে সরকার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফাহিম হাসানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফাহিম হাসানকে সরকারি খরচে থাইল্যান্ডে পাঠানো হয়েছে। তার সঙ্গে গিয়েছেন তার বাবা-মাও।
ব্যাংককের ভেজথানি হাসপাতালে ফাহিমের চিকিৎসা করানো হচ্ছে। এক্ষেত্রে তার পরিবারকে বৈষম্যবিরোধী কল্যাণ তহবিল হতে এককালীন আট লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও দুইজন ছাত্র মোঃ আবু বকর ছিদ্দিক ও খোকন চন্দ্র বর্মনকে উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে প্রেরণের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।
দেশে চিকিৎসা সম্ভব নয় এমন আহতদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট হাসপাতালসমূহকে আহ্বান জানিয়েছে সরকার। এ ধরনের আহতদের সনাক্ত করা গেলে প্রয়োজন সাপেক্ষে তাদেরকেও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হবে।
এছাড়াও যে সকল ব্যক্তি চোখে আঘাত প্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের উন্নত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সেবা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করেছে সরকার। তারা শীঘ্রই বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি টিম নিয়ে বাংলাদেশে আসবে বলে জানানো হয়েছে।