নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে তিন আনসার কর্মকর্তা সাময়িক বরখাস্ত
নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালকসহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা-১ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের বিষয়টি জানানো হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালক মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান ও কাপ্তাই শিলছড়ির ৩৫ আনসারের পরিচালক সৈয়দ ইফতেহার আলী।
সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ মোতাবেক নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা রুজুর সিদ্ধান্ত হয়েছে। অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় তাদের দায়িত্ব থেকে বিরত রাখার আবশ্যকতা রয়েছে। এ কারণে ১৭ সেপ্টেম্বর থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হলো।
আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকাকালে মো. ফখরুল আলম ময়মনসিংহ রেঞ্জে, মুহাম্মদ মেহেদী হাসান চট্টগ্রাম রেঞ্জে ও সৈয়দ ইফতেহার আলী রাজশাহী রেঞ্জে সংযুক্ত থাকবেন।