তোফাজ্জল হত্যা: দায় স্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর জবানবন্দি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয় শিক্ষার্থী আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
ওই শিক্ষার্থীরা হলেন, ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জালাল মিয়া (২৫), মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া (২১), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মো. মোত্তাকিন সাকিন, ভূগোল বিভাগের আল হোসেন সাজ্জাদ ও সমুদ্রবিজ্ঞান বিভাগের ওয়াজিবুল। আরেক শিক্ষার্থীর নাম আহসান উল্লাহ।
গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে ফজলুল হক মুসলিম হলের গেইটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তোফাজ্জল। তখন কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে হলের ভেতর নিয়ে যান। এর পর মোবাইল ফোন চুরির অভিযোগ এনে তাকে মারধর করেন।
তোফাজ্জল মানসিক রোগী বুঝতে পেরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ানো হয়। এর পর আবারও তাকে মারধর করা হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষক তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত পৌনে ১টায় চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।
পরদিন এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ (৩২)।