বন্ড সুবিধার আওতায় সিনথেটিক-ফ্যাব্রিক্স মিশ্রণের জুতা ও ব্যাগ রপ্তানিতে প্রণোদনা থাকবে না
বন্ড এবং শুল্ক ড্র-ব্যাক সুবিধার অধীনে সিনথেটিক ও ফ্যাব্রিক্সের মিশ্রণে তৈরি জুতা ও ব্যাগ রপ্তানিতে আর নগদ প্রণোদনা দেওয়া হবে না বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ফরেইন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।
নতুন এ নির্দেশনা চলতি বছরের (২০২৪) ১ ফেব্রুয়ারি থেকে জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে কার্যকর হবে।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যে-সব রপ্তানিকারক বন্ড এবং শুল্ক ড্রব্যাক সুবিধা গ্রহণ করেন না, তারা প্রণোদনার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
বর্তমানে এসব পণ্যের রপ্তানিতে ৮ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হয়।