ব্যবসায়ীদের অনাগ্রহে ঢাকা-খুলনা রুটের ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ও বন্ধ ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জ ও পঞ্চগড়ের পর ঢাকা-খুলনা রুটের কৃষিপণ্য স্পেশাল ট্রেনটিও বন্ধ ঘোষণা করা হয়েছে। কোনো কৃষিপণ্য না ওঠানো এবং কৃষক-ব্যবসায়ীদের অনাগ্রহের কারণে চালুর দ্বিতীয় সপ্তাহেই ট্রেনটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২২ অক্টোবর থেকে খুলনা-ঢাকা রুটে ট্রেনটি চালু হয়। ট্রেনটি খুলনা থেকে ছেড়ে যাশোর, ঝিনাইদহ কুষ্টিয়াসহ ১৫টি স্টেশন থেকে পণ্য নিয়ে রাজধানী ঢাকায় যাবে বলে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু প্রথম দিন মাত্র ৬৪০ কেজি পণ্য পরিবহন করে ট্রেনটি। যা থেকে আয় হয় মাত্র ৪৬০ টাকা। আর একদিনেই লোকসান গুনতে হয় ১০ লাখ টাকা। সেজন্য গত মঙ্গলবার শিডিউল থাকা সত্ত্বেও পণ্যের অভাবে ট্রেনটি যাত্রা বাতিল করে।
রেলওয়ে সূত্র বলছে, এই ট্রেনে সাধারণ লাগেজ ভ্যানের পাশাপাশি রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানের ব্যবস্থা ছিল। এর মাধ্যমে মাছ মাংসসহ পচনশীল পণ্য পরিবহন করারও সুযোগ ছিল। খুলনা থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি পণ্য বহনে খরচ পড়ত এক টাকা ৪৭ পয়সা। কিন্তু ব্যবসায়ীদের অনীহার কারণে আশানুরূপ পাওয়া যায়নি। তাই দ্বিতীয় সপ্তাহ থেকেই ট্রেনটি বন্ধ করা হয়।
খুলনা রেলওয়ের সিনিয়র স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, রেলওয়ের পক্ষ থেকে বিভিন্ন বাজার, সবজির আড়তসহ বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েও আশানুরূপ সাড়া মেলেনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পঞ্চগড়-ঢাকা ও শুক্রবার (১ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটের কৃষিপণ্য স্পেশাল ট্রেন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।