লেবাননে ইসরায়েলি হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশি কর্মী মোহাম্মদ নিজাম উদ্দিন (৩১) নিহত হয়েছেন। নিজাম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।
বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে কর্মস্থলে যাওয়ার পথে একটি কফি শপে অবস্থানকালে ইসরায়েল হামলা চালালে মারা যান নিজাম।
দূতাবাস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননপ্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন ২ নভেম্বর (শনিবার) বিকেল ৩.২৩টায় বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
মোহাম্মদ নিজাম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার পিতা মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে।
তার মৃত্যুতে লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
লেবাননে ইসরায়েলের চলমান হামলার মধ্যে ৩১ অক্টোবর পর্যন্ত ২৬৮ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বাংলাদেশ সরকারের সমন্বিত প্রচেষ্টায় তাদের ফেরানো হচ্ছে
ধারণা করা হচ্ছে, প্রায় ৭০ হাজার থেকে ১ লাখ বাংলাদেশি লেবাননে বসবাস করছেন। এদের মধ্যে প্রায় ১ হাজার ৮০০ জন দেশে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।