একদিনে ১ কোটি ২০ লাখ মানুষের টিকাদান হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
একদিনে এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, এর মধ্য দিয়ে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চার হাজার চিকিৎসকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, "গতকাল সব মিলেয়ে আমরা এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দিতে পেরেছি। এর মধ্য এক কোটি ১১ লাখ লোককে প্রথম ডোজ দেওয়া হয়েছে। মোট জনসংখ্যার ৭৩ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খোরশীদ আলম অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর প্রমুখ।
উল্লেখ্য, একদিনে এক কোটি মানুষকে কোভিড-১৯ টিকা দেওয়ার লক্ষ্যে গতকাল শনিবার সকালে সারাদেশে দিনব্যাপী গণ টিকাদান কার্যক্রম শুরু হয়।
সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত অস্থায়ী টিকাদান কেন্দ্রের পাশাপাশি সারাদেশে মোট ৩০ হাজার টিকাদান বুথ স্থাপন করা হয়েছে। প্রায় এক লাখ ৪৫ হাজার স্বাস্থ্যকর্মী এসব বুথ ও কেন্দ্রে কাজ করছেন।
প্রথমে ২৬ ফেব্রুয়ারি ধরা হলেও পরে সরকার ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রথম ডোজ টিকাদান শেষ করার সময়সীমা বাড়ায়। গতকাল গণ টিকাদানে মানুষের ভীড় দেখে এ সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয় গত বছরের ৭ ফেব্রুয়ারি। এরপর থেকে গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত করোনার প্রথম ডোজ টিকা পেয়েছেন ১২ কোটি ৮২ লাখের বেশি মানুষ। আর এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৮ কোটি ১৯ লাখের বেশি মানুষ। আর বুস্টার ডোজ পেয়েছেন ৩৫ লাখের বেশি মানুষ।