চকলেটের জন্য সাঁতরে সীমান্ত পাড়ি, অতঃপর শ্রীঘরে
শুধুমাত্র চকলেটের জন্য এক বাংলাদেশি কিশোর সাঁতরে নদী পার হয়ে বেড়ার ফাঁক গলে ভারতে প্রবেশ করে।
ত্রিপুরার সিপাহিজালা জেলার কালামচৌড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ধরা পড়ে ইমন নামের সেই কিশোরের ঠাঁই হয়েছে কারাগারে। টাইমস অফ ইন্ডিয়ার খবর।
তাকে একজন গরু পাচারকারী হিসেবে ধরে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়; গত বুধবার (১৩ এপ্রিল) পুলিশ তাকে আদালতে হাজির করে।
ভারতীয় পাসপোর্ট আইনের ৪ নং ধারা অনুসারে পুলিশের দায়ের করা মামলায় আদালত তাকে ১৫ দিনের জন্য কারাগারে প্রেরণ করেছেন।
কুমিল্লার খালদানদীর বাসিন্দা ইমন পুলিশের কাছে স্বীকার করেছে যে, সে ভারতীয় একটি ব্র্যান্ডের চকলেট ভীষণ পছন্দ করে এবং সীমান্তবর্তী এক দোকান থেকে সেটি কিনতে প্রায়ই নদী পার হয়ে থাকে।
দোকানের মালিক পরে জানান যে শুধু ইমনই নয়, অনেক শিশুই তার কাছ থেকে চকলেট কিনতে নদী পার হয়ে আসে।
এদিকে পুলিশ জানিয়েছে, ছেলেটির দাবি সত্য বলে মনে হলেও তারা সবকিছুই খতিয়ে দেখবে।