পার্বত্য চট্টগ্রামে ম্যালেরিয়ার প্রকোপ সবচেয়ে বেশি: স্বাস্থ্য অধিদপ্তর
দেশজুড়ে ১৩টি জেলার ৭২টি উপজেলায় ম্যালেরিয়ার প্রকোপ দেখা যাচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামে সংক্রমণ ও মৃত্যুহার বেশি।
ম্যালেরিয়া আক্রান্ত হওয়া ৯৪ শতাংশ রোগীই রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার। রোববার বিশ্ব ম্যালেরিয়া দিবসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
ম্যালেরিয়ার প্রকোপ বেশি এমন এলাকাগুলোতে বাড়িতে বাড়িতে চিকিৎসা পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি, জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি চারটি বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে একত্রে ম্যালেরিয়া প্রতিরোধের জন্য একটি কনসোর্টিয়াম গঠন করেছে বলে জানানো স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া রোধে গ্লোবাল ফান্ডের আর্থিক সহায়তায় বাংলাদেশে ম্যালেরিয়া প্রতিরোধ সহজ হয়েছে।
ম্যালেরিয়া মোকাবিলায় ম্যালেরিয়া প্রবণ এলাকায় ইনসেকটিসাইড ট্রিটেড নেট বিতরণ করা হচ্ছে। ২০০৮ সাল থেকে ১২.৭ মিলিয়ন আইটিএন বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
কক্সবাজারের শরণার্থী ক্যাম্পেও এই নেট বিতরণ করা হয়েছে। এছাড়া, ম্যালেরিয়ার প্রাদুর্ভাব মোকাবিলায় ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীতে দ্রুত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিটিতে আরও বলা হয়েছে, কীভাবে ম্যালেরিয়া প্রতিরোধ করা যায়, কোথায় চিকিৎসা সেবা পাওয়া যাবে- এ ধরনের সচেতনতা প্রসার কর্মসূচি চালানো হচ্ছে।
২০২১ সালে ৭,২৯৪ জন ম্যালেরিয়া আক্রান্ত হয়, অসুস্থ হয়ে মারা গিয়েছিল নয়জন।