বাবার লাশ শনাক্তে ডিএনএ নমুনা দিতে হাসপাতালে ৭ মাসের শিশু
সাত মাসের ছোট্ট ফাইজার মুখ থেকে লালা নেওয়া হচ্ছিল। আগ্রহ নিয়ে সে দেখছিলো চিকিৎসকদের কাজ। অবুঝ শিশুটি জানতো না, তার বাবাকে শনাক্ত করতে নেওয়া হচ্ছে তার ডিএনএ নমুনা।
চারদিকের আর্তনাদ-বিষাদও তাকে ছুঁতে পারেনি। নিখোঁজ বাবাকে নিয়ে সবচেয়ে বড় আশঙ্কা ও দুশ্চিন্তা বোঝার বয়সও তার হয়নি। ফুফুর কোলে বসেই নমুনা দিচ্ছিল ওই শিশু। পাশে দাঁড়িয়ে মা ইসফাহান সুলতানা কাঁদছিলেন অঝোরে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ হন ফাইজার বাবা আবদুস সোবহান। ২০১৩ সাল থেকে ডিপোটির তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
ডিএনএ পরীক্ষার নমুনা দিতেই সোমবার (০৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। তার পাশাপাশি ফুফু উম্মে কুলসুমের নমুনা নেওয়া হয়।
বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় রোববার পর্যন্ত উদ্ধার হওয়া ৪৯টি লাশের পরিবারের সদস্যদের কাছ থেকে পরিচয় জানতে আজ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আড়াই বছর আগে ইসফাহান সুলতানাকে বিয়ে করেন বাঁশখালীর নাপোড়ার সোবহান। অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পরও স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন সোবাহান। তবে সাড়ে ১০টার দিকে বিকট শব্দে কন্টেইনার বিস্ফোরণের পর সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়।
ইসফাহান সুলতানা বলেন, "আগুন লাগার পরও ভিডিও কলে কথা হয়েছিল তার সঙ্গে। তখন দূরে সরে যেতে বলেছিলাম। তিনিও বলেছিলেন, নিরাপদ দূরত্বে আছেন। বিস্ফোরণের পর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। হাসপাতালেও খোঁজ পাওয়া যায়নি। তাই আজ নমুনা দিতে এসেছি।"
চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, "প্রতিটি পরিবারের দুজনের কাছ থেকে নেওয়া হবে নমুনা। নমুনা হিসেবে অন্তত দুজন স্বজনের রক্ত নেওয়া হচ্ছে।"
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "নমুনা সংগ্রহ করা হচ্ছে। নমুনা বিশ্লেষণ সময় সাপেক্ষ কাজ। কিছুদিন সময় লাগবে। তবে মরদেহ কী করা হবে, তা নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।"
গত শনিবার (০৪ জুন) রাত সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ এ পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছেন। এছাড়া দুই শতাধিক আহত হয়েছেন। আগুনে পুড়ে যাওয়ার কারণে উদ্ধার হওয়া ৪৯টি লাশের মধ্যে মাত্র ৩২ জনের পরিচয় শনাক্ত হতে পেরেছে প্রশাসন। বাকিদের পরিচয় শনাক্ত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডির ফরেনসিক বিভাগ। সোমবার সকাল ৯টা ২০ মিনিট থেকে ডিএনএ নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হয়। ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়।