শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির বিচার বসাতে চান স্প্যানিশ বিচারক
কলম্বিয়ান গায়িকা শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির 'যথেষ্ট প্রমাণ' দেখতে পাচ্ছেন এক স্প্যানিশ বিচারক। বৃহস্পতিবার প্রকাশিত একটি কোর্ট ডকুমেন্টারিতে এ কথা জানানো হয়।
২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে নিজের আয়ের বিপরীতে সাড়ে ১৪ মিলিয়ন ইউরো কর দিতে ব্যর্থ হয়েছেন এই গায়িকা, এমন অভিযোগের একটি বিচারপূর্ব তদন্তের সমাপ্তি টেনে বিচারক মার্কো জেসুস জুবেরিয়াস এমন সিদ্ধান্তে পৌঁছান।
'মামলার সঙ্গে সংযুক্ত নথিপত্রে অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে, তাই মামলা চলবে,' আদালতের নথিতে বলেন ওই বিচারক।
প্রসিকিউটররা বলেছেন, ওই সময়কালটিতে শাকিরা কাতালোনিয়া রাজ্যে ছিলেন; যদিও গায়িকার আইনি প্রতিনিধিরা দাবি করেন, ২০১৫ সালের আগে স্পেনে বসবাস শুরু করেননি তিনি, এবং এ পর্যন্ত সব ধরনের কর পরিশোধ করেছেন।
স্পেন থেকে শাকিরার প্রতিনিধিরা এক ইমেইল বিবৃতিতে জানিয়েছেন, কোর্ট ডকুমেন্টের বিষয়টি তাদের কাছে 'প্রত্যাশিত'ই ছিল। তবে 'আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এ নিয়ে আর কোনো মন্তব্য করতে' রাজি নয় গায়িকার লিগ্যাল টিম।
বলে রাখা ভালো, ৪৪ বছর বয়সী গায়িকা শাকিরা ২০১১ সাল থেকে বার্সেলোনা ডিফেন্ডার গেরার্ড পিকের সঙ্গে ভালোবাসার সম্পর্কে রয়েছেন; তারা দুই সন্তানের বাবা-মা।
-
সূত্র: রয়টার্স