‘ক্যানসেল কালচারে’র প্রভাব থেকে কেউ নিরাপদ নয়: জনি ডেপ
বর্তমানের 'ক্যানসেল কালচার' প্রভাবিত 'তাৎক্ষণিক সিদ্ধান্তের' কবল থেকে কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন হলিউড তারকা জনি ডেপ। বুধবার উত্তর স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণের সময় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় সাম্প্রতিক '#মিটু' আন্দোলন প্রসঙ্গে জনি বলেন, এ বিষয়গুলো এখন নাগালের বাইরে চলে গেছে। প্রসঙ্গত, এ আন্দোলন মূলত শক্তিশালী পুরুষদের হাতে নারীদের যৌন হয়রানি ও লাঞ্ছনার প্রতিবাদ হিসেবে পরিচালিত।
জনি ডেপ বলেন, 'এ পর্যন্ত যেসব আন্দোলন সামনে এসেছে, তা সর্বোত্তম উদ্দেশ্য নিয়েই পরিচালিত বলে আমি নিশ্চিত। তবে এটি এখন নাগালের বাইরে চলে গেছে। নিশ্চিত করে বলতে পারি, কেউই এখন এর থেকে নিরাপদ নয়।'
তিনবারের অস্কার মনোনীত এ অভিনেতা ২০২০ সালে ব্রিটিশ ট্যাবলয়েড 'দ্য সান'-এর বিরুদ্ধে মানহানির মামলা করেন। তাকে 'স্ত্রী-নিপীড়ক' হিসেবে উল্লেখ করে দ্য সান দাবি করেছিল, তিনি তার প্রাক্তন স্ত্রী ও হলিউড তারকা অ্যামবার হার্ডের সঙ্গে দুই বছরের বৈবাহিক জীবনে হিংস্র আচরণ করেছেন।
তবে, জনি ডেপের দাবি খারিজ করে দিয়ে, ২০১৮ সালের এপ্রিলে প্রকাশিত একটি কলামে তাকে 'স্ত্রী-নিপীড়ক' হিসেবে উল্লেখ করার বিষয়টিকে 'যথেষ্ট সত্য' বলে রায় দেন বিচারক নিকোল।
বিচারক বলেন, 'মিস্টার ডেপের বিরুদ্ধে মিসেস হার্ড সেসব মামলা করেছেন, তার অধিকাংশই নাগরিক মান অনুযায়ী প্রমাণিত হয়েছে।'
৫৭ বছর বয়সী জনি ডেপ ৩৪ বছর বয়সী অ্যামবার হার্ডকে বেশ কয়েকবার মারধর করেন বলে রায়ে উল্লেখ করা হয়। এছাড়া জনি তার স্ত্রীকে নিজের 'জীবনের জন্য আশঙ্কাজনক' অবস্থায় নিয়ে গেছেন বলেও উল্লেখ করা হয়।
১৬ দিন ধরে চলা সেই বিচারকার্যের পর জনি ডেপ জানিয়েছিলেন, তাকে 'ফ্যান্টাস্টিক বিস্টস' ফিল্ম ফ্র্যাঞ্চাইজি থেকে সরে যেতে বলা হয়। পরবর্তীকালে মানহানি মামলার রায় বাতিলের আবেদন করার অধিকারও হারান তিনি।
এদিকে, সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে জনি ডেপকে 'তার ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ' ডোনোস্টিয়া অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন নারী অধিকার গোষ্ঠী এবং ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু নারী।
এদিকে, অ্যামবার হার্ডের প্রতি হিংস্র আচরণের কথা বরাবরই অস্বীকার করা এ অভিনেতা সাংবাদিকদের বলেন, 'কেউ নিরাপদ নয়। কিন্তু আমি বিশ্বাস করি, শুধুমাত্র সত্যের সঙ্গে থাকাই আপনার জন্য প্রয়োজনীয়।'
উল্লেখ্য, স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কারের প্রাক্তন গ্রহীতাদের মধ্যে রয়েছেন মেরিল স্ট্রিপ, রিচার্ড গের, ইয়ান ম্যাককেলেন থেকে শুরু করে রবার্ট ডি নিরোর মতো তারকারা।
-
সূত্র: দ্য গার্ডিয়ান