একটি অস্কার ট্রফির দাম কত?
চলচ্চিত্র অঙ্গনে একাডেমি পুরস্কারকে (অস্কার) সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু পুরস্কার হিসেবে যেই ট্রফিটি দেওয়া হয়, তার দাম কতো? এমন কৌতূহল হয়তো অনেকেরই আছে।
মর্যাদাপূর্ণ এই পুরস্কারের মূর্তিটি তৈরি করতে যত খরচ হয় বলে ভাবছেন, আসলে এর খরচ ততটা নয়। ২০১৭ সালে কয়েনেজ ম্যাগাজিনের বানানো একটি ভিডিও অনুসারে, একটি অস্কার ট্রফি তৈরিতে সাকুল্যে খরচ পড়ে প্রায় ৪০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ হাজার ৫৩৫ টাকা।
কিন্তু ট্রফি তৈরিতে খরচ এত কম হওয়া সত্ত্বেও কেন নিলামে উঠলে এর দাম কয়েকগুণ বেড়ে যায়? উত্তর হলো, এর মর্যাদা। মূলত মর্যাদার কারণেই মাত্র সাড়ে ৪২ হাজার টাকার ট্রফি নিলামে উঠলে বিক্রি হয় কয়েক লাখ বা কোটি টাকায়। যেমন- ১৯৪২ সালে সেরা শিল্প নির্দেশনা (বেস্ট আর্ট ডিরেকশন) ক্যাটেগরিতে পাওয়া জোসেফ সি রাইটের অস্কার ট্রফিটি বিক্রি হয়েছিল ৭৯ হাজার ২০০ মার্কিন ডলারে; বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৪ লাখ ৬৫ হাজার টাকা।
তবে, অস্কারের মূল্য নিয়ে পরবর্তীতে নির্দেশনা জারি করেন একজন বিচারক। এতে বলা হয়, একাডেমি ইচ্ছা করলে পরে মাত্র ১০ ডলারের বিনিময়ে ট্রফিটি মালিকের কাছ থেকে পুনরুদ্ধার করে নিতে পারবে। আর বর্তমান নিয়ম-কানুন অনুযায়ী, কেউ যদি এখন তার অস্কার বিক্রি করতে চান, তাহলে তাকে প্রথমে মাত্র ১ ডলারের বিনিময়ে ট্রফিটি একাডেমিকে অফার করতে হবে। এরপরেই তিনি তা নিলামে বিক্রির সুযোগ পাবেন।