'জীবনের সবকিছুতেই প্রভাব ফেলেছিল,' 'ডিডিএলজে' নিয়ে অনুভূতি জানালেন রণবীর
বলিউড অভিনেতা শাহরুখ খানের কালজয়ী চলচ্চিত্র 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। ভারতীয় পপ সংস্কৃতিকে এক নতুন রূপ দিয়েছিল জনপ্রিয় এই সিনেমা; সেই সঙ্গে শাহরুখ খানকেও পরিচিত করিয়েছিল 'কিং অব রোমান্স' হিসেবে। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্র মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। ছবিটি মুক্তির পর ২৮ বছর পেরিয়ে গেলেও, এখনো রাজ-সিমরান জুটির অনবদ্য প্রেমকে ভুলতে পারেননা বলিউড সিনেমাপ্রেমীরা।
এদিকে আগামীকাল ১৪ ফেব্রুয়ারি যশ রাজ ফিল্ম স্টুডিওর ৫০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত হয়েছে নেটফ্লিক্সের ডকু-সিরিজ 'দ্য রোমান্টিকস'। যশ রাজ ফিল্মসের অবদান ও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে এই ডকু-সিরিজ নির্মিত হয়েছে।
বলিউড সংবাদদাতা কইমই ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, 'দ্য রোমান্টিকস'-এ বর্তমানের জনপ্রিয় তারকা রণবীর কাপুর জানাবেন, অলটাইম ব্লকবাস্টার 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' (ডিডিএলজে) সিনেমাটি দ্বারা তিনি কিভাবে প্রভাবিত হয়েছিলেন।
সম্প্রতি এক ভিডিওতে রণবীর বলেন, "ডিডিএলজে আমাদের প্রজন্মকে সংজ্ঞায়িত করেছে। আমি বলে বোঝাতে পারব না এই ছবি সম্পর্কে আমার অনুভূতি কি! একটা মেয়ের সাথে কিভাবে কথা বলবো, তার উপরে প্রভাব ফেলেছিল এই ছবি। এমনকি মা-বাবার সাথেও কেমন আচরণ করব তার উপরেও... সবকিছুতেই প্রভাব ফেলেছিল এটি।"
'দ্য রোমান্টিকস'-এ শুধু রণবীরই নন, শাহরুখ খান থেকে শুরু করে অমিতাভ বচ্চন, রণবীর সিং, রানী মুখার্জি, হৃত্বিক রোশান, আনুশকা শর্মাসহ হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির সব মেগা-স্টাররা কথা বলবেন বলিউডে যশ রাজ ফিল্মসের অবদান নিয়ে।
'দ্য রোমান্টিকস' এর পরিচালনা করেছেন অস্কার ও এমিতে মনোনয়নপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা স্মৃতি মুন্ধ্রা। চার পর্বের এই ডকু সিরিজে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির পুরোধা ৩৫ জন ব্যক্তিত্বকে দেখা যাবে, যারা যশ রাজ ফিল্মসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।
যশ রাজ ফিল্মসের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত, শাহরুখ খান অভিনীত ছবি 'পাঠান' বলিউডের সব রেকর্ড ভেঙেচুরে দিয়েছে। এর বাইরেও ওয়ার, সুলতান, টাইগার জিন্দা হ্যায়, রাব নে বানা দি জোড়ি, চাক দে ইন্ডিয়া, মোহাব্বাতে, ধুম- এর মতো অসংখ্য ব্লকবাস্টার সিনেমা দর্শকদের উপহার দিয়েছে যশ রাজ ফিল্মস।