অস্কারের মঞ্চে দেখা যাবে ‘নাটু নাটু’ গানের পারফরম্যান্স!
বিশ্বমঞ্চে অপ্রতিরোধ্য 'নাটু নাটু' (হিন্দিতে নাচো নাচো)। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের বিভাগে তেলেগু ভাষায় নির্মিত ছবিটির গান মনোনয়ন অর্জন করেছে আগেই। এবার খবর, অস্কারের মঞ্চে দেখা যেতে পারে 'নাটু নাটু' গানের পারফরম্যান্সও। খবর আনন্দবাজার পত্রিকার।
সপ্তাহ দুয়েক পরেই অস্কারের অনুষ্ঠান। তার আগে 'আরআরআর'-এর কলাকুশলীদের পক্ষ থেকে আমেরিকায় গিয়েছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ। একাধিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা।
এ রকম এক সাক্ষাৎকারেই রামচরণকে প্রশ্ন করা হয়, অস্কারের মঞ্চে তাকে 'নাটু নাটু' গানে পারফর্ম করতে দেখা যাবে কি না। প্রশ্নে রামচরণের উত্তর, ''যেখানেই 'নাটু নাটু' প্রশংসিত হয়েছে, আমরা সেখানেই পারফর্ম করতে প্রস্তুত। কিন্তু সব জায়গায় তো সেই সুযোগ থাকে না। তবে অস্কারের মঞ্চে যদি অনুরোধ আসে এবং তেমন সময় থাকে, তাহলে দর্শকের জন্য আমরা খুশিমনে 'নাটু নাটু' গানে পারফর্ম করব।''
প্রসঙ্গত, চলতি বছরের অস্কারের মঞ্চে 'লিফট মি আপ' গানে পারফর্ম করতে চলেছেন পপতারকা রিহানা। সেরা মৌলিক গানের বিভাগে 'আরআরআর'-এর 'নাটু নাটু'র পাশাপাশি মনোনয়ন অর্জন করেছে 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার' ছবির সাউন্ডট্র্যাকের এই গান।
মনোনয়নের তালিকায় আছে 'টেল ইট লাইক আ ওম্যান' ছবির 'অ্যাপ্লজ' গানটিও। অস্কারের অনুষ্ঠানে সেই গান পারফর্ম করবেন পপগায়িকা সোফিয়া কারসন ও ডায়ান। শোনা যাচ্ছে, বিশ্বজোড়া জনপ্রিয়তার খাতিরে 'নাটু নাটু' গানের পারফর্ম্যান্সের আয়োজন করার কথা ভাবছেন অ্যাকাডেমি কর্তৃপক্ষ।
প্রাক স্বাধীনতা সময়ের (১৯২০ এর দশক) গল্প নিয়ে বানানো ঐতিহাসিক-কল্পকাহিনী (হিস্টোরিকাল-ফ্যান্টাসি) ঘরানার ছবি আরআরআর। ছবির প্রধান দুটি চরিত্র আদতে দুই ভারতীয় বিদ্রোহীর উপর ভিত্তি করে নির্মিত হলেও, এর গল্পটি কাল্পনিক।
আরআরআর-এ ভারতীয় বিদ্রোহী আল্লুরী সীতারামা রাজুর চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ এবং বিদ্রোহী কোমারাম ভীমের চরিত্রে ছিলেন এন. টি. রামা রাও জুনিয়র।
'নাটু নাটু' (হিন্দিতে নাচো নাচো) গানটির মিউজিক কম্পোজিশন এবং কোরিওগ্রাফির কারণে এটি মুক্তির পরপরই জনপ্রিয়তা পায়। এবার ভক্তদের পাশাপাশি সমানতালে আন্তর্জাতিক মাধ্যমেও একের পর এক সুনাম কুড়াচ্ছে গানটি।
বছরের শুরুতে 'বেস্ট অরিজিনাল সং' ক্যাটাগরিতে গোল্ডেন গ্লোবও জিতে নেয় এই গান।