অস্কারেও সেরা ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’
গোল্ডেন গ্লোবের পর ৯৫তম অস্কার আসরেও সেরা মৌলিক গানের ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিলো এসএস রাজামৌলির সিনেমা 'আরআরআর'-এর গান 'নাটু নাটু'। খবর বিবিসি-র।
তেলুগু ভাষায় গানটি কম্পোজ করেন প্রবীণ সংগীত পরিচালক এমএম কিরাভানি। এটি কণ্ঠে তুলেন রাহুল সিপলিগুঞ্জ ও কালা ভৈরব।
২০০৯ সালে স্লামডগ মিলিওনিয়ার ছবির 'জয় হো' গানের জন্য অস্কার জিতেছিলেন এ আর রহমান, রসুল পুকুটি ও গুলজার। এরপর বেশ কয়েক বছর অস্কারের নমিনেশন পেয়েছে একাধিক ভারতীয় ছবি। তবে অধরাই ছিল পুরস্কার। এবার ঘুচল সেই শূন্যতা।
অস্কার শুরু হওয়ার পর মঞ্চে পারফর্মও হয় 'নাটু নাটু' গানটি। স্টেজে উপস্থিত ছিলেন কালা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জ। দীপিকা পাড়ুকোন, যিনি এবার অস্কারের অন্যতম প্রেজেন্টার, 'নাটু নাটু'-র ঘোষণা করেন স্টেজে।
এর আগে এই গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্টিভেন স্পিলবার্গ, জেমন ক্যামেরনের মতো কিংবদন্তি হলিউড পরিচালকরা। এই বিপুল প্রশংসা যে অকারণ নয়, তার প্রমাণ মিলল সোমবারের সকালে। সবাইকে পিছনে ফেলে অস্কার জিতে নিল 'নাটু নাটু'।
প্রাক স্বাধীনতা সময়ের (১৯২০ এর দশক) গল্প নিয়ে বানানো ঐতিহাসিক-কল্পকাহিনী (হিস্টোরিকাল-ফ্যান্টাসি) ঘরানার ছবি আরআরআর। ছবির প্রধান দুটি চরিত্র আদতে দুই ভারতীয় বিদ্রোহীর উপর ভিত্তি করে নির্মিত হলেও, এর গল্পটি কাল্পনিক।
আরআরআর-এ ভারতীয় বিদ্রোহী আল্লুরী সীতারামা রাজুর চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ এবং বিদ্রোহী কোমারাম ভীমের চরিত্রে ছিলেন এন. টি. রামা রাও জুনিয়র।
'নাটু নাটু' (হিন্দিতে নাচো নাচো) গানটির মিউজিক কম্পোজিশন এবং কোরিওগ্রাফির কারণে এটি মুক্তির পরপরই জনপ্রিয়তা পায়। এবার ভক্তদের পাশাপাশি সমানতালে আন্তর্জাতিক মাধ্যমেও একের পর এক সুনাম কুড়াচ্ছে গানটি।
বছরের শুরুতে 'বেস্ট অরিজিনাল সং' ক্যাটাগরিতে গোল্ডেন গ্লোব জিতে নেয় এই গান।