অস্কারে সেরা চলচ্চিত্রের খেতাব জিতলো ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’
লস অ্যাঞ্জেলসের ৯৫তম একাডেমি পুরস্কারের আসরে সেরা সিনেমা হিসেবে নাম লেখালো 'এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস'। খবর দ্য গার্ডিয়ানের।
স্টিভেন স্পিলবার্গের 'দ্য ফ্যাবেলম্যানস', কেট ব্ল্যাঞ্চেট অভিনীত 'টার', এবং জার্মান যুদ্ধবিষয়ক সিনেমা 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট'কে হারিয়ে অস্কার জিতলো এ সিনেমা।
এশিয়ান-আমেরিকান থিম এবং মূলত এশিয়ান অভিনেতাদের নিয়ে নির্মিত এ সিনেমা মুক্তির পর থেকেই প্রশংসা কুড়িয়ে আসছে।
'দ্য ড্যানিয়েলস' হিসেবে পরিচিত ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট রচিত এবং নির্দেশিত এ সিনেমাটি মূলত সুপারহিরো কমেডি ঘরানার।
শুধু অস্কারই নয়, 'এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস' এর ঝুলিতে আছে আরো পুরস্কার।
ইতোমধ্যেই সিনেমাটি প্রডিউসার্স গিল্ডে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।
তাছাড়া, বাফটা এবং গোল্ডেন গ্লোবসে সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল বা কমেডি) বিভাগে মনোনয়নও পায় এটি।