অসুস্থ হয়ে আইসিইউতে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী
জনপ্রিয় চলচ্চিত্রনির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী গতকাল সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এ কথা নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিশা লিখেছেন, 'আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল অ্যানজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।'
সূত্র জানায়, ফারুকী রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এখন তিনি শঙ্কামুক্ত।
টিভি কল্পকাহিনীতে স্টেরিওটাইপিক্যাল গল্প বলা এবং কথোপকথনের ভাষাকে জনপ্রিয় করার জন্য ফারুকী বেশ পরিচিত। তার কিছু জনপ্রিয় টিভি সিরিজ হলো '৫১ বর্তী', 'সিক্সটি নাইন', 'চড়ুইভাতি', 'ক্যারাম' ইত্যাদি।
তার নির্মিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'ব্যাচেলর', 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার', 'টেলিভিশন', 'পিঁপড়াবিদ্যা', 'ডুব' ইত্যাদি।
কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় ফারুকীর 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি'। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেটিতে অভিনয় করেন তিনি।