স্পটিফাই, অ্যামাজন ও অ্যাপলে রেকর্ড গড়ল সুইফটের অ্যালবাম ‘দ্য টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’
স্পটিফাই, অ্যামাজন মিউজিক ও অ্যাপল মিউজিকে টেইলর সুইফটের নতুন অ্যালবাম 'দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট' রীতিমতো ঝড় তুলেছে। বিশ্বব্যাপী জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো গড়ছে একের পর এক রেকর্ড।
স্পটিফাইয়ে মুক্তির মাত্র ১২ ঘণ্টায় অ্যালবামটির গান মোট ৩০০ মিলিয়ন বার স্ট্রিমিং করা হয়েছে। যা একদিনে প্ল্যাটফর্মটিতে সবচেয়ে বেশিবার চালু করা অ্যালবামের রেকর্ড।
একইসাথে নতুন অ্যালবাম দিয়ে রেকর্ড গড়েছেন সুইফট নিজেও। স্পটিফাইয়ে একদিনে সবচেয়ে বেশিবার চালু করা গানের শিল্পীর রেকর্ড গড়েছেন তিনি।
গতকাল (শুক্রবার) সুইফটের বহুল প্রতীক্ষিত অ্যালবামটি মুক্তি পায়। এরপর থেকেই সুইফটের ভক্তরা এটিকে ঘিরে নিজেদের উন্মাদনা প্রকাশ করছেন।
অ্যালবামটিতে মোট ৩১টি গান রয়েছে। যেখানে তিনি নিজের বিচ্ছেদ ও প্রাক্তনদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
অন্যদিকে অ্যাপল মিউজিক জানায়, সুইফটের অ্যালবামটি প্রথমদিনে স্ট্রিমিংয়ের দিক থেকে পপ অ্যালবামের রেকর্ড ভেঙেছে।
আর অ্যামাজন মিউজিক জানায়, 'টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট' মাত্র তিন দিনেই প্ল্যাটফর্মটিতে প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি স্ট্রিমিং করা অ্যালবামের রেকর্ড গড়েছে।
গত ফেব্রুয়ারি মাসে গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে সুইফট নিজের ১১তম অ্যালবাম প্রকাশের ঘোষণা দেন। এরপর থেকেই অপেক্ষার প্রহর গুনছিল তার ভক্তরা।
অ্যালবামটির অন্যতম গান 'সো লং, লন্ডন'; যেটি তার প্রাক্তন ব্রিটিশ অভিনেতা জো আলউইনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে বলে ভাবা হচ্ছে।
আলউইন ও সুইফট মোট ৬ বছর ধরে সম্পর্কে ছিলেন। সেক্ষেত্রে লন্ডনে তারা একসাথে থেকেছিলেন।
চলতি গ্রীষ্মে ইউরোপে এরাস ট্যুরে নতুন অ্যালবামের গানগুলোও যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে কনসার্টে সুইফট তার গত ১০ অ্যালবামের গানগুলো করে থাকেন; যা প্রায় ৩ ঘণ্টাব্যাপী চলে।
চলতি বছরে সুইফট একের পর এক সফলতার দেখা পাচ্ছেন। চলতি মাসেই তিনি ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত বিলিওনিয়ারের এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন।
অনুবাদ: মোঃ রাফিজ খান