'আমি টেইলর সুইফটকে ঘৃণা করি': ডোনাল্ড ট্রাম্প
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্সিয়াল ডিবেটের পর ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেন পপ সুপারস্টার টেইলর সুইফট। ইনস্টাগ্রামে একটি পোস্টে টেইলর সুইফট জানিয়ে দেন, আসন্ন নির্বাচনে তিনি কমলা হ্যারিসকেই ভোট দেবেন।
সবসময় বিতর্কে থাকতে পছন্দ করা রিপাবলিকান প্রার্থী ট্রাম্পও অবশ্য এর প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, 'আমি টেইলর সুইফটকে ঘৃণা করি।'
ট্রাম্প-হ্যারিস বিতর্কের পরপরই, সুইফট তার ২৮৪ মিলিয়ন ইনস্টাগ্রাম অনুসারীদের জানিয়ে দেন, তিনি বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ভোট দেবেন। তিনি বলেন, "আমি কমলা হ্যারিসকে ভোট দিচ্ছি, কারণ তিনি অধিকারের জন্য লড়াই করেন। আমি বিশ্বাস করি, তাদের (মার্কিনিদের) চ্যাম্পিয়ন করার জন্য একজন যোদ্ধার প্রয়োজন।"
ট্রাম্প, যার ট্রুথ সোশ্যাল-এ প্রায় ৭৭ লাখ অনুসারী রয়েছে, প্রথমে হ্যারিসের প্রতি সুইফটের সমর্থনকে তুচ্ছ করে বলেছিলেন, "আমি টেইলরের ভক্ত নই।"
তবে পরে, জনমত জরিপে দেখা যায় হ্যারিস ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বেশ এগিয়ে আছেন। এই পরিস্থিতিতে, আগামী ৫ নভেম্বরের নির্বাচন ঘনিয়ে আসায় ট্রাম্প তার বক্তব্যে আরও আক্রমণাত্মক হয়ে উঠছেন।
এদিকে, সুইফটের হ্যারিসকে সমর্থনের ইনস্টাগ্রাম পোস্টে ৯ মিলিয়নেরও বেশি 'রিয়্যাক্ট' পড়েছে, যা বিশ্লেষকদের মতে ডেমোক্র্যাট প্রার্থী হ্যারিসের জয়ের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে।
ট্রাম্পের প্রতিক্রিয়ার পর, হ্যারিসের সহ-প্রার্থী টিম ওয়ালজ এক্স-এ লিখেছেন, "সুইফটের ভক্তরা, আপনাদের সহায়তায় আমরা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মানুষটিকে হারাবো।"
প্রসঙ্গত, সুইফটের একটি জনপ্রিয় গানের নামও "দ্য স্মলেস্ট ম্যান হু এভার লিভড।"
ট্রাম্প ও সুইফটের মধ্যে এই দ্বন্দ্ব বেশ কয়েক বছর ধরেই চলছে। ২০১৮ সালের নির্বাচনে টেইলর সুইফট ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থন জানালে, ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, "ধরুন, আমি এখন টেইলরের গান এখন ২৫ শতাংশ কম পছন্দ করি।"
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন