থ্রি ইডিয়টস-এ ১৮ বছর বয়সি যুবকের চরিত্রে অভিনয় করতে ভয় পেয়েছিলেন আমির
পরিচালক রাজকুমার হিরানীর থ্রি ইডিয়টস সিনেমায় রাঞ্চো চরিত্রে অভিনয় করে ভক্তদের মন জয় করে নিয়েছিলেন আমির খান। কিন্তু সম্প্রতি ভারতের জনপ্রিয় টিভি শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' এ উপস্থিত হয়ে তিনি বলেছেন, ৪৪ বছর বয়সে একজন ১৮ বছর বয়সী কলেজ ছাত্রের চরিত্রে অভিনয় করতে তিনি চাননি।
তিনি বলেন, "আমি রাজুকে (রাজকুমার হিরানী) তিনজন তরুণ অভিনেতাকে বেছে নিতে বলেছিলাম। কিন্তু তিনি আমাকে নিয়েই কাজ করার জন্য নাছোড়বান্দা ছিলেন। আমি তখন পর্যন্ত রাজুর সাথে কাজ করিনি। আমি তার বড় ভক্ত হলেও তিনি আমার কাছে যে গল্প নিয়ে এসেছিলেন সেটি পড়ে আমি ভেবেছিলাম, কীভাবে আমি এরকম একটি তরুণ চরিত্রে অভিনয় করবো।"
তিনি আরও বলেন, "সিনেমাতে আমার একটি লাইন ছিল যেখানে আমি বলেছিলাম, 'সাফল্যের পিছনে ভাগতে হবে না, সাফল্যই তোমাকে খুঁজে নিবে'। সিনেমা নিয়ে এটাই রাজুর আসল ভাবনা ছিল।"
আমির খান বলেন, "আমি অনেক কিছু ভেবে সিনেমায় চুক্তিবদ্ধ হলেও প্রথমবারের মতো আমি তেমন কিছু না ভেবে থ্রি ইডিয়টস সিনেমায় কাজ করেছি।" সিনেমায় অভিনয় করার কারণ হিসেবে তিনি পরিচালক রাজকুমার হিরানীর সাফল্যের কথাই উল্লেখ করেছেন।
আমির বলেছেন, তিনি র্যাঞ্চো চরিত্রে অভিনয়ের জন্য অনুপ্রেরণা পেয়েছিলেন তাঁর ভাগনে ও গজনী সিনেমার পরিচালক এ আর মুরুগাদোসের কাছ থেকে। তিনি জানিয়েছেন, এ আর মুরুগাদোসের মানুষকে অনুপ্রাণিত করার সক্ষমতা রয়েছে।
টিভি শো-এর উপস্থাপক কপিল শর্মার সাথে কথা বলার সময় আমির খান জানিয়েছেন কীভাবে তিনি তার সিনেমার চরিত্রগুলোকে বাছাই করেন।
তিনি বলেন, কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী ভগৎ সিং এর চরিত্রে অভিনয় করার সুযোগ প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি ৩৭ বছর বয়সে ২৩ বছর বয়সী ভগৎ সিং এর চরিত্রে অভিনয় করতে চাননি।
তিনি বলেন, "আমি ইতোমধ্যেই ৪০ বছর বয়সী হয়ে গিয়েছিলাম। তাই চরিত্রটিতে আমাকে ভালো লাগত না"।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়