ওটিটির গণ্ডি ছাড়িয়ে এবার বড় পর্দায় ‘মির্জাপুর’! ফিরছেন পঙ্কজ ত্রিপাঠি-আলি ফজল
চলতি বছরই মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ 'মির্জাপুর'-এর তৃতীয় সিজন। প্রথম থেকেই দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে এই সিরিজ। এবার সেই জনপ্রিয় সিরিজ আসছে সিনেমা আকারে।
'মির্জাপুর'-এর নতুন সিজন মুক্তি পাওয়ার কয়েক মাস পর 'মির্জাপুর: দ্য ফিল্ম'-এর ঘোষণা দিলেন নির্মাতারা।
সোমবার এক্স-এ অ্যামাজন প্রাইম ভিডিয়োর পক্ষ থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়। সেই ভিডিওতে দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দিব্যেন্দুকে।
প্রায় দেড় মিনিটের ওই ভিডিয়োতে ইঙ্গিত দেওয়া হয়েছে, ছবিতে ফিরছেন দিব্যেন্দু। সিরিজে তিনি মুন্না ত্রিপাঠি চরিত্রে অভিনয় করেছেন। সিরিজে এই চরিত্রটি দ্বিতীয় সিজনে খুন হয়েছিল।
ভিডিয়োতে দিব্যেন্দু হিন্দুইতে বলেন, 'আমি হিন্দি ছবির হিরো। হিন্দি ছবি সবচেয়ে বেশি উপভোগ করা যায় সিনেমা হলে। আর সবাইকে মনে করিয়ে দিতে চাই, আমি অমর।'
এই ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে 'দীপাবলিতে সবাই মিঠাই পায়। কিন্তু এই নাও মির্জাপুরের আসল বরফি।'
'মির্জাপুর' ছবি নির্মাণ করছেন পুনিত কৃষ্ণ, পরিচালনা করেছেন গুরমিত সিং। ২০২৬ সালে মুক্তি পাবে ছবিটি। এতে পঙ্কজ ত্রিপাঠি (কালীন ভাইয়া), আলি ফজল (গুড্ডু পন্ডিত), দিব্যেন্দু (মুন্না) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের দেখা যাবে।
সিনেমা হলে মুক্তির আট সপ্তাহ পর ছবিটি ওটিটিতে স্ট্রিমিং হবে। ভ্যারাইটির প্রতিবেদনে জানানো হয়েছে, সিরিজটির চতুর্থ সিজনের কাজ হবে ছবি মুক্তির পর।
এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ক্রাইম থ্রিলার সিরিজের প্রথম সিজন মুক্তি পায় ২০১৮ সালের নভেম্বরে। দ্বিতীয় সিজন আসে ২০২০ সালের অক্টোবর মাসে। তৃতীয় সিজন ২০২৪ সালের জুলাইয়ে মুক্তি পায়।