“উইল স্মিথকে মোহাম্মদ আলীর চরিত্রে দেখতে চাই”, অস্কারের থাপ্পড়-কাণ্ড নিয়ে ফুটবল বিশ্বের প্রতিক্রিয়া
অস্কারের মঞ্চে উইল স্মিথের থাপ্পড়-কাণ্ড নিয়ে আলোচনা থামছেই না। খেলাধুলার জগতেও আজকের প্রধান আলোচনার বস্তু হয়ে দাঁড়িয়েছে এই রগচটা আচরণ। গ্যারি লিনেকার, জ্যামি কারাগার থেকে শুরু করে অনেক সাবেক ফুটবলারই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে রসিকতা করেছেন, অনেকে জানিয়েছেন নিন্দাও।
অস্কারের সঞ্চালক কমেডিয়ান ক্রিস রক তার মনোলগের এক পর্যায়ে উইল স্মিথের স্ত্রী জাডা স্মিথকে নিয়ে একটি রসিকতা করেন। তার চুলবিহীন মাথার দিকে ইঙ্গিত করে রক বলেন, "আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় আছি।"
এই রসিকতা শুনে উইল স্মিথকে প্রথমে হাসতে দেখা গেলেও মুহূর্তের মধ্যেই বদলে যায় তার মুখভঙ্গি। মঞ্চে উঠে কোনো কথা না বলেই ডানহাতে সজোরে ক্রিসের গালে একটি চড় বসিয়ে দেন স্মিথ!
সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার গ্যারি লিনেকার এই ঘটনার পর পরই টুইট করেন। লিখেন, "উইল স্মিথের উচিত কোনো মুভিতে মোহাম্মদ আলীর চরিত্র করা"।
সাবেক নরওয়ে তারকা ইয়ান ও ফিয়তফও প্রায়ই একইরকম ঠাট্টা করেন এই ঘটনা নিয়ে।
এই থাপ্পড়-কাণ্ডের কিছুক্ষণের মধ্যে সেরা অভিনেতা হিসেবে অস্কার জেতেন উইল। ফিয়তফ লিখেন, "'আলী'র জন্য অস্কার পেয়েছে নাকি উইল স্মিথ?"।