জীবনে টাকা কেন এত গুরুত্বপূর্ণ?
আমরা জানি টাকা খুবই শক্তিশালী একটি বিনিময়ের মাধ্যম এবং আমাদের জীবনে টাকা খুব গুরুত্বপূর্ণ একটি শক্তি। টাকা অনেক সময় আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে। টাকার প্রাচুর্য এবং অভাব উভয়ই আমাদেরকে কখনো কখনো হিংস্র বানিয়ে ফেলে। টাকার অভাব আমাদেরকে অতিশয় কষ্টের মধ্যে নিমজ্জিত করে।
টাকা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। যার অন্যতম কারণ টাকা আমাদের মানসিক স্থিরতা ও নিরাপত্তা উপহার দেয়। আমাদের হাতে যখন টাকা থাকে তখন আমরা নিজেদের মধ্যে এক ধরনের শক্তি অনুভব করি। তখন আমরা গৃহহীন হবো কি-না, না খেয়ে কষ্ট পাবো কি-না, অসুখ হলে প্রয়োজনীয় চিকিৎসা করতে পারবো কি-না এই ধরনের ভয় থেকে দূরে থাকি। আর তাই টাকা থাকলে এক ধরনের নিরাপদ অনুভূতি আমাদের ভেতরে কাজ করে।
আর যখন টাকা থাকে না তখন ওইসব ভয় থেকে আমরা দূরে থাকতে পারি না। সারাক্ষণ মনের মধ্যে দুশ্চিন্তা হতে থাকে। মনের মধ্যে এক ধরনের ভীতি কাজ করতে থাকে। সুতরাং, টাকা আমাদেরকে এক ধরনের মানসিক প্রশান্তি ও নিরাপত্তা উপহার দেয় এটা আমরা সহজেই বলতে পারি। তাছাড়া টাকা হচ্ছে শক্তির প্রতীক বা সিম্বল অব পাওয়ার। আমাদের সমাজে যার যত বেশি টাকা আছে সে তত বেশি প্রভাবশালী, তত বেশি শক্তির অধিকারী। সেজন্য দেখা যায়, সমাজে যার কাছে টাকা আছে, তার কাছে সবাই ভিড় করে। সৎ মানুষ, অসৎ মানুষ, শক্তিশালী মানুষ কিংবা দুর্বল মানুষ সবাই টাকার কাছে মাথা নত করে। যিনি অধিক টাকার মালিক তিনি প্রকৃতপক্ষে একটি ক্ষমতার প্রতীক হয়ে ওঠে সবার কাছে। টাকা থাকলে আমরা যেটা চাই সেটা কিনতে পারি। আমরা বিশ্বের যেকোনো জায়গায় ভ্রমণ করতে পারি, যেকোনো বড় বড় সিদ্ধান্ত নিতে পারি। কারণ টাকা আপনার সেই মানসিক শক্তি জোগায়। টাকা দিয়ে আপনি ফ্রিডম কিনতে পারেন। টাকা দিয়ে আপনি লাক্সারি কিনতে পারেন। যদি আপনার হাতে টাকা থাকে তাহলে আপনি যেভাবে ইচ্ছা আপনার জীবনকে পরিচালনা করতে পারেন।
তবে আমাদেরকে সচেতন থাকতে হবে যে, টাকা যে কি-না 'সিম্বল অফ পাওয়ার', সেটা যেন আপনার ক্ষতির কারণ না হয়। কারণ টাকা এমন একটা আগুন যেটা যে কোন আগুনের চাইতেও বেশি দগ্ধ করার ক্ষমতা রাখে। সুতরাং, সেদিকটাও একটু হুঁশিয়ার থাকতে হবে। ধরুন, আপনি একটি চাকরি করেন, নয়টা-ছয়টা। আপনি চাইলেই সেখান থেকে বের হয়ে কোথাও যেতে পারবেন না, কোথাও ঘুমুতে পারবেন না, তার আগে আপনার ছুটি নিতে হবে। যদি আপনার হাতে টাকা থাকে তাহলে আপনি চাইলে যে কোন সময়, যেকোন ভ্রমণ আপনার জন্য শুধু একটা সিদ্ধান্তের ব্যাপার। আপনি কোন ব্যবসা করবেন, কিছু কিনবেন, কোথাযও যাবেন, কিছু খাবেন, এই স্বাধীনতার নিশ্চয়তা দেয় আপনার টাকা। টাকা আপনার জীবনের লক্ষ্য অর্জনে এবং স্বপ্ন পূরণে দারুণভাবে সহায়ক হতে পারে।
আমাদের সমাজে অনেক মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে না, শুধুমাত্র টাকার অভাবে। যদিও কথায় বলে যে, "যেকোন মানুষ যেকোন লক্ষ্যে পৌঁছাতে পারে"। কিন্তু বাস্তব জীবনে দেখা যায় যে ব্যাপারটা তেমন নয়। আপনার স্বপ্ন পূরণ করার জন্যে টাকার প্রয়োজন। ধরুন, আপনার ইচ্ছে করে ফ্রান্সে ঘুরতে, আপনার ইচ্ছে করে স্পেনে ঘুরতে, আপনার ইচ্ছে করে আমেরিকাতে ঘুরতে, কানাডা ঘুরতে কিন্তু এই ইচ্ছের সাথে প্রয়োজন হচ্ছে 'টাকা'।
দেখবেন যে, টাকার অভাবে আপনার এই ইচ্ছেগুলো আপনার অজান্তেই মরে যাচ্ছে। আপনার যেকোন লক্ষ্যপূরণ, যেকোন স্বপ্নপূরণের জন্য দরকার প্রধান উপকরণ 'টাকা'।
টাকা একটি শক্তিশালী অনুপ্রেরণার নাম। যখন আপনার হাতে প্রচুর টাকা থাকে তখন নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা আপনার মধ্যে জন্ম নেয়। যখন টাকা থাকে না তখন হয়তো মানুষ অনেক স্বপ্ন দেখে, অনেক কিছু করার কথা ভাবে এই সমাজের জন্য কিন্তু সেটা আর টাকার অভাবে করা হয়ে ওঠে না। কিন্তু যখন আপনার হাতে টাকা থাকে, আপনার মন যদি প্রসন্ন হয় এবং আপনি যদি ইতিবাচক চিন্তা করার মানুষ হন, তখন এই সমাজের জন্যে, এই সংসারের জন্য অনেক ভালো কাজ করার অনুপ্রেরণা আপনার ভেতরে তৈরি হয়। তাই আমরা বলতে পারি, টাকা হচ্ছে খুব বড় একটি মোটিভেটর। টাকা না থাকলে আমাদের স্বপ্ন আমাদের মনের মধ্যে শুকিয়ে যায়। যখন আপনার মৌলিক চাহিদা পূরণ করতে আপনার কষ্ট হয়, তখন আপনি নতুন করে কোন স্বপ্ন দেখতে পারেন না। সারাক্ষণ আপনাকে দারিদ্র্যের দুষ্টচক্রের মধ্যে ঘোরাঘুরি করতে হয়।
কী দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করবেন, আপনার থাকার জায়গার ব্যবস্থা করবেন সেই চিন্তায় নিমগ্ন থাকতে হয়। কিন্তু যখন টাকা থাকে তখন আপনার মন উন্নত হয়, তখন আপনার চিন্তা হয় নতুন কিছু করার, যা সমাজের জন্য উপকারী, যা এই পৃথিবীর জন্য উপকারী, পরিবেশের জন্য উপকারী এবং মানুষের জন্য উপকারী। লাখ কথার এককথা হচ্ছে যদি ভালো কিছু করতে চান তাহলে টাকার দিকে ফোকাস করাটা অত্যন্ত জরুরি।
তবে বিষয়টা এমন না যে, টাকা না থাকলে আপনি ভালো কোনকিছুই করতে পারবেন না। একজনকে রাস্তা পার করিয়ে দেওয়া, ভিক্ষুককে অল্প কিছু টাকা দেওয়া, এগুলো আমাদের জন্য কষ্টকর না। কিন্তু যদি বড় কিছু করার স্বপ্ন আপনি দেখেন যেমন আপনি বৃদ্ধ মানুষের জন্য একটা বড় বৃদ্ধাশ্রম বানাবেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কর্মের ব্যবস্থা করবেন, এই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করবেন, তখন আপনার টাকার প্রয়োজন। যদি নিজেরই মৌলিক চাহিদা পূরণ করতে আপনার কষ্ট হয়, তখন অন্যের প্রয়োজন দেখার সময় আপনার কোথায়? তখন ইচ্ছা থাকলেও সাধ্যের অভাবে আপনি সেদিকে এগোতে পারবেন না। তাই টাকা আসলে আপনাকে উৎসাহিত করে ভালো কিছু করার। টাকা অন্যের প্রয়োজনের সময় তাদের পাশে থাকতে আপনাকে সহায়তা করে।
ধরুন, আপনার বেসিক নিড ফুলফিল হয়ে গেছে। আপনার হাতে এখন প্রচুর টাকা। আপনি চাইলে এই সমাজে যারা ভালো কাজ করছে সেখানে ডোনেশন দিতে পারেন। আপনি চাইলে গরিব মানুষদেরকে প্রচুর পরিমাণে দান করতে পারেন। আপনি চাইলে একটা গরিব ফ্যামিলিকে সাহায্য করে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে পারেন। টাকা আপনাকে সেই শক্তিটা দেয় অন্যকে সাহায্য করার। শুধু প্রয়োজন আপনার মানসিকতা। যদি আপনার মানসিকতা থাকে, তাহলে অন্যরা আপনার টাকা থেকে উপকৃত হবে।
যারা ধনী মানুষ তারা নিজের সম্পর্কে খুব ভালো বোধ করেন। নিজের সম্পর্কে ভালো অনুভব করা, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। গরীব মানুষের মধ্যে সবসময় একটা হীনম্মন্যতা কাজ করে। নিজের মধ্যে সারাক্ষণ একটা দুশ্চিন্তা কাজ করে। কখনো কখনো আত্মগ্লানিও কাজ করে যে আমি কেন গরিব হয়ে জন্ম নিলাম। কিন্তু যারা ধনী মানুষ, যাদের টাকা আছে, তারা এই গ্লানি থেকে মুক্ত। তারা যখন কাউকে সাহায্য করতে চান, সাহায্য করতে পারেন। যখন কাউকে কোন উপহার দিতে চান, দিতে পারেন। যখন কোন একটা সিদ্ধান্ত নেন যে ভালো কিছু করবেন বা কোথাও ঘুরতে যাবেন, সেই সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু একজন গরীব মানুষ সে সিদ্ধান্ত নিতে পারেন না। তাকে খুব আদ্যোপান্ত চিন্তা করে একটি সিদ্ধান্ত নিতে হয়। তাই যাদের টাকা আছে তাদের মনের মধ্যে সবসময় সুখের অনুভব থাকে।
টাকা আপনার পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে সহায়তা করে। আপনার পরিবারের অনেকের অনেক চাহিদা আছে। আপনার বন্ধু-বান্ধব আপনার কাছে কিছু প্রত্যাশা করে। আপনার গরিব আত্মীয়স্বজন আছে, তারা আপনার কাছে কিছু প্রত্যাশা করে। আপনার যদি হাতে টাকা থাকে তাহলে আপনি তাদেরকে সাহায্য করতে পারবেন, তাদেরকে সুন্দর জিনিস কিনে দিতে পারবেন। আপনার পরিবারের সদস্যদের সুখী করতে পারবেন। তারপর আপনার যত বেশি টাকা থাকবে এই সমাজে, আপনার প্রভাব-প্রতিপত্তি তত বেশি বাড়বে। আপনি খেয়াল করে দেখবেন যে, একজন ধনী মানুষের কাছে যত মানুষ যায়, একজন গরিব মানুষের কাছে তত মানুষ যায় না। একজন ধনী মানুষ এই সমাজে যতটা ক্ষমতাবান, একজন গরীব জ্ঞানী মানুষও ততটা ক্ষমতাবান নয় কারণ ভালো মানুষ, খারাপ মানুষ সবাই অর্থের পেছনে ছোটে। তাই ধনীরা সবসময় সমাজে খুব প্রভাবশালী। তারা তাদের যে কোন বড় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন যেটা গরীবদের পক্ষে সম্ভব নয়। তাই একটা সমাজের যে যত ধনী তার প্রভাব তত বেশি স্পষ্ট এবং টাকা সেখানে মূল অনুঘটকের দায়িত্ব পালন করে।
সর্বশেষ পয়েন্ট হচ্ছে, টাকা হতে পারে অনেক বেশি উদ্বেগের উৎস। আপনি আপনার কাছে থাকা টাকা কিভাবে সামলাচ্ছেন বা কিভাবে পরিচালনা করছেন তা গুরুত্বপূর্ণ ব্যাপার। টাকার যেমন পজিটিভ দিক আছে ঠিক তেমনই এটা সত্যি কথা যে, যাদের হাতে টাকা থাকে তারা অনেক বেশি উদ্বিগ্ন থাকেন। অনেক বেশি স্ট্রেসের মধ্যে দিয়ে দিনযাপন করেন। দেখা গেছে কিছু মানুষ আছে, টাকা হারানোর ভয়ে সারাক্ষণ উদ্বেগের মধ্যে থাকেন। টাকা যাদের হাতে আছে, সেই টাকা ব্যবস্থাপনার দক্ষতা যদি তাদের না থাকে, তাহলে তারা এই টাকা ধরে রাখতে পারেন না। টাকা তাদের আস্তে আস্তে শেষ হয়ে যায়। রাজার সম্পদও অল্প দিনে নিঃশেষ হয়ে যেতে পারে। তাই টাকা হতে পারে উদ্বেগের একটি বড় কারণ, মানসিক চাপের একটি বড় কারণ। টাকা যেমন শক্তির উৎস, টাকা যেমন অনুপ্রেরণার উৎস, সুখের উৎস, টাকা ঠিক তেমনি হতে পারে আপনার অশান্তির উৎস, বিপদের কারণ, হতে পারে সঠিক পরিচালনার অভাবে টাকা-ই হবে আপনার নষ্ট হবার বড় মাধ্যম। তাই টাকাকে খুব সতর্কতার সাথে পরিচালনা করতে হবে। আর তার জন্য চাই আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান।
লেখক: অর্থনীতি বিশ্লেষক, ফাইন্যান্স ও বিজনেস স্ট্রাটেজিস্ট; ইউটিউবার ও সিইও, ফিনপাওয়ার লিডারশীপ ইন্টারন্যাশনাল
বিশেষ দ্রষ্টব্য: নিবন্ধের বিশ্লেষণটি লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও পর্যবেক্ষণের প্রতিফল। অবধারিতভাবে তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের অবস্থান বা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়।