আফগানিস্তানে বাড়িতে ঢুকে সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা
আফগানিস্তানের আইনসভার সাবেক নারী সদস্য মুরসাল নাবিজাদা (৩২) ও তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা।
রোববার ভোরে কাবুলে নিজের বাড়িতে থাকাকালীনই গুলিবিদ্ধ হন নাবিজাদা। এ ঘটনায় তার ভাই আহত হয়েছেন। খবর রয়টার্সের।
২০২১ সালের অগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের সময়ে আইনসভার অনেক সদস্যই দেশ ছেড়েছেন। তবে নাবিজাদার মতো হাতে গোনা কয়েক জন এমপি থেকে যান।
দেশে ক্ষমতা হস্তান্তরের পরে এই প্রথম কোনো সাবেক আইনপ্রণেতা খুন হলেন। স্থানীয় পুলিশ প্রধান মৌলবি হামিদুল্লা খালিদ জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৩টা নাগাদ বাড়ির দোতলায় নিজের ঘরেই ছিলেন নাবিজাদা। সেই সময়েই হঠাৎ হামলার শিকার হন তিনি; তার দেহরক্ষীকেও গুলি করে হত্যা করা হয়। এছাড়া গুলিতে আহত হন নাবিজাদার ভাই।
পুলিশ প্রধান জানিয়েছেন, তদন্ত চলছে। কী কারণে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, ২০১৮ সালে আইনসভার সদস্য হন নাবিজাদা। ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের আগে পর্যন্ত কাবুলের প্রতিনিধিত্ব করেছেন তিনি।