এবার কর্মী ছাঁটাইয়ের তালিকায় নাম লেখাল পেপ্যাল, ২০০০ কর্মীকে বিদায়ের ঘোষণা
প্রযুক্তি কোম্পানিগুলোর কর্মী ছাঁটাইয়ের তালিকায় সর্বশেষ নাম লেখাল পেপ্যাল। প্রতিষ্ঠানটি এর মোট কর্মীর সাত শতাংশ তথা প্রায় ২,০০০ জনকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসি'র।
অনলাইনে অর্থ পরিশোধ বিষয়ক কোম্পানিটি জানিয়েছে তারা 'চ্যালেঞ্জপূর্ণ ম্যাক্রো-অর্থনৈতিক পরিস্থিতি'র মুখোমুখি হওয়ায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
কেবল গত মাসেই অনকেগুলো বড় বড় প্রযুক্তি কোম্পানি কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করেছে। এ বছর গুগলের মূল কোম্পানি আলফাবেট, অ্যামাজন ও মাইক্রোসফট বড় ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
'আমাদের বিশ্ব, গ্রাহক ও প্রতিযোগিতামূলক দৃশ্যপটের পরিবর্তন হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদেরও পরিবর্তন আনতে হবে,' এক বিবৃতিতে এ কথা বলেছেন পেপ্যালের প্রধান নির্বাহী ড্যান শুলম্যান।
এছাড়া মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট-এর মূল কোম্পানি স্ন্যাপ সতর্ক করে দিয়ে বলেছে, মার্চের শেষ অব্দি কোম্পানিটির তিন মাসের রাজস্ব ১০ শতাংশ পর্যন্ত কম হতে পারে।
এ ঘোষণার পর নিউ ইয়র্কে এক্সটেন্ডেড ট্রেডে স্ন্যাপের শেয়ার ১৫ শতাংশ পড়ে যায়।
বছরের শুরুতে অ্যামাজন 'অনিশ্চিত অর্থনীতি' ও মহামারির সময় দ্রুত কর্মী নিয়োগের কথা উল্লেখ করে ১৮,০০০ চাকরি ছাঁটাইয়ের পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছিল।
এ মাসে আলফাবেট জানিয়েছে এটি ১২,০০০ কর্মীকে বিদায় জানাবে। অন্যদিকে মাইক্রোসফট জানায়, তাদের ১০,০০০ কর্মী চাকরি হারাতে পারেন।
গত সপ্তাহে সুইডিশ মিউজিক স্ট্রিমিং কোম্পানি স্পটিফাইও বলেছে, কর্মদক্ষতাবৃদ্ধির জন্য এটি তাদের ১০,০০০ কর্মীর ছয় শতাংশকে ছাঁটাই করবে।
মার্কিন কম্পিউটার চিপ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) মঙ্গলবার জানিয়েছে, ২০২২ সালের শেষ তিন মাসে এটির নেট আয়ে ৯৮ শতাংশ পতন ঘটেছে।