উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে নেই সবেতন ছুটির নিশ্চয়তা
যুক্তরাষ্ট্রে দরজায় কড়া নাড়ছে গ্রীষ্ম। দেশটিতে এই মুহূর্তে বসন্ত ঋতু বিরাজমান, তবে আগামী জুনের শেষার্ধেই দেশটিতে শুরু হয়ে যাবে গ্রীষ্মকাল। এরই মধ্যে কিছু সৌভাগ্যবান আমেরিকান হয়তো দুই সপ্তাহের মতো পিটিও (পেইড টাইম অফ) এবং গ্রীষ্মকালে শুক্রবারে ছুটি (অর্ধবেলা কাজ কিংবা সারাদিনের ছুটি) পাবেন।
আমেরিকান কর্মীরা তাদের কর্মস্থলে চাকরির প্রথম বছরে ১১ দিনের পেইড ভ্যাকেশন বা সবেতন ছুটি পেয়ে থাকেন বলে জানিয়েছে ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস। পাঁচ বছর পরে এই ছুটি বেড়ে দাঁড়ায় ১৫ দিন। এই দুই সপ্তাহের ছুটিই মার্কিন কর্মীদের কাছে সদাশয় মনে হলেও, আন্তর্জাতিক মান অনুযায়ী প্রায় চার সপ্তাহের ছুটি পাওয়ার কথা কর্মীদের।
কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রের কর্মীরা তা পাচ্ছেন না, কারণ উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যেখানে কেন্দ্রীয় সরকার থেকে সবেতন ছুটি (পেইড ভ্যাকেশন) বাধ্যতামূলক করা হয়নি। আর দেশটির 'ফেয়ার লেবার স্ট্যান্ডার্ডস অ্যাক্ট' বর্তমান অবস্থা বহাল রাখতে আরও সুবিধা করে দিয়েছে- যেখানে বলা হয়েছে 'কাজ না করলে পারিশ্রমিক প্রদানের অত্যাবশ্যকতা নেই'; যেমন- সাধারণ ছুটি বা অসুস্থতাজনিত ছুটি।
এর পরিবর্তে মার্কিন কোম্পানিগুলো আলাদাভাবে নিজস্ব পিটিও নীতিমালা তৈরি করে। আর একথা শুনে অবাক হওয়ার কিছু নেই যে 'ওয়ার্ক-লাইফ ব্যালেন্স' এর ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে নিম্ন সারির দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র একটি।
ফ্রান্স, ইতালি ও স্পেনের মতো ইউরোপের কিছু দেশে সবেতন ছুটি একজন কর্মীর আইনি অধিকার- আর গ্রীষ্মকালে পুরো এক মাস ছুটি নেওয়া কর্মীদের জন্য খুবই স্বাভাবিক ব্যাপার।
কিন্তু শুধুমাত্র ইউরোপেই নয়, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি রেজিউমি.আইও-এর ২০২২ সালের ডেটা বিশ্লেষণ থেকে জানা যায়, সারা বিশ্বে মোট ২৪টি দেশ আছে যারা কর্মীদের কমপক্ষে ২৮ দিনের 'পেইড ভ্যাকেশন' বা সবেতন ছুটি (সাধারণ ছুটির দিন বাদেই) দেওয়ার নিশ্চয়তা দেয়। নিম্নে সেসব দেশের তালিকা দেওয়া হলো:
১. আলজেরিয়া: বার্ষিক ৩০ দিনের সবেতন ছুটি
২. অ্যান্ডোরা: বার্ষিক ৩০ দিনের সবেতন ছুটি
৩. বাহরাইন: বার্ষিক ৩০ দিনের সবেতন ছুটি
৪. ভুটান: বার্ষিক ৩০ দিনের সবেতন ছুটি
৫. কমোরোস: বার্ষিক ৩০ দিনের সবেতন ছুটি
৬. জিবুতি: বার্ষিক ৩০ দিনের সবেতন ছুটি
৭. একুইটোরিয়াল গিনি: বার্ষিক ৩০ দিনের সবেতন ছুটি
৮. গিনি: বার্ষিক ৩০ দিনের সবেতন ছুটি
৯. কুয়েত: বার্ষিক ৩০ দিনের সবেতন ছুটি
১০. লিবিয়া: বার্ষিক ৩০ দিনের সবেতন ছুটি
১১. মাদাগাস্কার: বার্ষিক ৩০ দিনের সবেতন ছুটি
১২. মালদ্বীপ: বার্ষিক ৩০ দিনের সবেতন ছুটি
১৩. মালি: বার্ষিক ৩০ দিনের সবেতন ছুটি
১৪. মার্শাল আইল্যান্ডস: বার্ষিক ৩০ দিনের সবেতন ছুটি
১৫. মোনাকো: বার্ষিক ৩০ দিনের সবেতন ছুটি
১৬. নাইজার: বার্ষিক ৩০ দিনের সবেতন ছুটি
১৭. ওমান: বার্ষিক ৩০ দিনের সবেতন ছুটি
১৮. পানামা: বার্ষিক ৩০ দিনের সবেতন ছুটি
১৯. পেরু: বার্ষিক ৩০ দিনের সবেতন ছুটি
২০. টোগো: বার্ষিক ৩০ দিনের সবেতন ছুটি
২১. তুর্কমেনিস্তান: বার্ষিক ৩০ দিনের সবেতন ছুটি
২২. মলদোভা: বার্ষিক ২৮ দিনের সবেতন ছুটি
২৩. রাশিয়া: বার্ষিক ২৮ দিনের সবেতন ছুটি
২৪. স্কটল্যান্ড: বার্ষিক ২৮ দিনের সবেতন ছুটি
সূত্র: ইনসাইডার