হান্টার বাইডেন দুই আয়কর-সংক্রান্ত অভিযোগে দোষ স্বীকার করতে রাজি
ইচ্ছাকৃতভাবে আয়কর না দেওয়ার দুটি অভিযোগে দোষ স্বীকার করে নিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। জাস্টিস বিভাগের সঙ্গে একটি চুক্তির আওতায় তিনি এ দোষ স্বীকার করবেন।
ডেলাওয়্যার রাজ্যের ইউএস অ্যাটর্নি ডেভিড উইজ এক তদন্তের পর হান্টার বাইডেনের বিরুদ্ধে এই ফেডারেল অভিযোগগুলো আনা হয়েছে। ডেলাওয়্যার মার্কিন প্রেসিডেন্টের নিজের রাজ্য।
উইজকে নিয়োগ দিয়েছিলেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
চুক্তি অনুসারে, একটি আগ্নেয়াস্ত্র অপরাধের জন্যও 'প্রিট্রায়াল ডাইভারশন'-এর চুক্তি করেছেন।
৫৩ বছর বয়সি হান্টার বাইডেন অনেক বছর ধরেই ট্রাম্প ও তার রিপাবলিকান মিত্রদের উপর্যুপরি আক্রমণের লক্ষ্য হয়ে আসছেন।
ট্রাম্প ও তার মিত্ররা বেশ কয়েকবার ইউক্রেন ও চীন-সংক্রান্ত অনিয়মের সঙ্গে হান্টারের নাম জড়িয়ে অভিযোগ এনেছেন।
হান্টার বাইডেন পেশায় লবিস্ট, আইনজীবী, বিনিয়োগ ব্যাংকার ও শিল্পী। তিনি চীন ও ইউক্রেনসহ বেশ কয়েকটি দেশে আইনজীবী ও লবিস্ট হিসেবে কাজ করেছেন।
২০১৪ সালে কোকেন টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ার পর হান্টার বাইডেনকে মার্কিন নৌবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়।
২০২০ সালে হান্টার বাইডেন জানান, উইজের কার্যালয় তার করের বিষয়ে খোঁজখবর নিচ্ছে। তখন তিনি দোষ অস্বীকার করেছিলেন।
২০২১ সালে প্রকাশিত এক বইয়ে হান্টার বাইডেন স্বীকার করেন যে তিনি ব্যাপক পরিমাণে কোকেন নিতেন।
উইজের তদন্তে প্রথমে বিদেশে, মূলত চীনে, সম্ভাব্য কর ও অর্থপাচার-সংক্রান্ত আইনভঙ্গের বিষয়টি খতিয়ে দেখা হয়।
২০২২ সালে শীর্ষ রিপাবলিকান কংগ্রেস সদস্য জেমস কোমার অভিযোগ করেন, হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেন লুকানোর জন্য জনগণের কাছ থেকে 'সন্দেহজনক কর্মকাণ্ডের প্রতিবেদন' লুকাচ্ছিল মার্কিন ট্রেজারি বিভাগ।
হান্টার বাইডেনই খুব সম্ভব প্রথম মার্কিন প্রেসিডেন্টের সন্তান যার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হচ্ছে।