এআই নির্ভর ডিজিটাল ভবিষ্যতের প্রস্তুতি! ২০ ভাগ কর্মী ছাঁটাই করছে জার্মানির সর্ববৃহৎ সংবাদপত্র
জার্মান জনপ্রিয় ট্যাবলয়েড 'বিল্ড' আঞ্চলিক সংস্করণের কার্যক্রমকে সংকুচিত করতে শতকরা ২০ ভাগ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। একইসাথে সংবাদপত্রটি ভবিষ্যতের ডিজিটাল প্রযুক্তির গুরুত্বের বিষয়টি বিবেচনায় রেখে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে।
'বিল্ড' জার্মানির সর্বাধিক বিক্রিত দৈনিক পত্রিকা। ইউরোপের বিখ্যাত প্রকাশনা সংস্থা 'অ্যাক্সেল স্প্রিঞ্জার' সংবাদপত্রটি প্রকাশ করে থাকেন।
গত মঙ্গলবার অ্যাক্সেল স্প্রিঞ্জার এক মেইলের মাধ্যমে কর্মীদের জানায়, বর্তমানে প্রকাশিত 'বিল্ড' এর মোট ১৮ টি আঞ্চলিক সংস্করণের মধ্যে ছয়টি সংস্করণ বন্ধ করে দেওয়া হবে। একইসাথে ভবিষ্যতে বার্লিন থেকেই আঞ্চলিক সংবাদপত্র তৈরি ও সংবাদদাতাদের পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত এক মেমো থেকে জানা যায়, সংবাদপত্রটিতে বর্তমানে প্রিন্টের সাথে যুক্ত এডিটর, ফটো এডিটর ও প্রুফ রিডারসহ বহু পদই বিলুপ্ত করা হবে।
জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুটার আলজেমিনের রিপোর্ট অনুযায়ী, বিল্ড থেকে প্রায় ২০০ কর্মী ছাঁটাই করা হবে। অন্যদিকে অ্যাক্সেল স্প্রিঞ্জারের কাছে জানতে চাওয়া হলে নির্দিষ্ট করে কোনো সংখ্যা জানানো হয়নি।
তবে ছাঁটাইকৃত কর্মী সংখ্যা তিন ডিজিটের নিচে থাকবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে। বর্তমানে প্রায় ১ হাজার কর্মী সংবাদপত্রটিতে কাজ করছেন।
তিনমাস আগেই অ্যাক্সেল স্প্রিঞ্জারের চিফ এক্সিকিউটিভ ম্যাথিয়াস ডফনার জানান, প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ ডিজিটাল প্রকাশনায় পরিবর্তন করার পরিকল্পনা করা হচ্ছে এবং এর ফলে বহু কর্মী ছাঁটাই করা হতে পারে। একইসাথে প্রতিষ্ঠানটির কার্যক্রমে এআইয়ের ব্যবহার বৃদ্ধির পরিকল্পনার বিষয়টিও তিনি উল্লেখ করেছিলেন।
তবে বিল্ডের এক মুখপাত্র সিএনএন-কে জানান, সম্প্রতি সংবাদপত্রটির কাঠামোগত পরিবর্তনের ফলে কর্মী ছাঁটাই করা হচ্ছে। এর সাথে এআইয়ের প্রতি নির্ভরতার কোনো সম্পর্ক নেই। বরং এআই প্রযুক্তিটি রিপোর্টার ও এডিটরদের সময় সাশ্রয়ের মাধ্যমে সৃজনশীল কাজে সহায়তা করবে বলে মনে করেন তিনি।
তবে কর্মীদের পাঠানো মেমোতে অ্যাক্সেল স্প্রিঞ্জার অবশ্য ভিন্ন কথা বলেছে। এআইয়ের কারণে প্রিন্ট সংস্করণের বেশিরভাগ চাকরিই যে ঝুঁকির মধ্যে রয়েছে, সেটি মেমোতে স্বীকার করা হয়েছে।
মেমোতে বলা হয়, "সহকর্মীদের মধ্যে যাদের কাজ এআই কিংবা ডিজিটাল প্রযুক্তির দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাদেরকে চাকরি হারাতে হবে। একইসাথে সংবাদপত্রটির কাঠামোগত পরিবর্তনের সাথে বর্তমানে যাদের কাজের ধরণ কিংবা সক্ষমতা মিলছে না, তাদের ক্ষেত্রেও অনুরূপ ঘটবে।"
এছাড়াও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, এআই ব্যবহার করে খুব শীঘ্রই প্রিন্ট সংবাদপত্রের লে-আউটের সম্পূর্ণ কাজ করা সম্ভব হবে।