গুরুতর অসুস্থতার খবরের মুখে ভিডিওতে হাজির কাদিরভ!
রমজান কাদিরভের গুরুতর অসুস্থতার খবরের মধ্যেই এই চেচেন নেতার দুটি ভিডিও প্রকাশিত হয়েছে। যেখানে তাকে সুস্থ্য এবং স্বাভাবিক মনে হচ্ছে।
এদিকে রাশিয়া জানিয়েছে, এই চেচেন নেতার স্বাস্থ্য সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই । সোমবার (১৮ সেপ্টেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই । প্রেসিডেন্টের কার্যালয় থেকে আমাদের স্বাস্থ্য সনদ দেওয়া হয় না। সুতরাং আমাদের এখানে কিছু বলার নেই।
কাদিরভ কোমায় আছেন, এই খবরের মধ্যে পেসকভ এমন মন্তব্য করলেন।
অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর রবিবার অজ্ঞাত লোকেশনে কাদিরভের দুটি ভিডিও প্রকাশিত হয়। প্রথম ভিডিওতে তাকে হাঁটতে দেখা যায়। দ্বিতীয়টিতে তিনি মানুষদের খেলতে উৎসাহিত করছিলেন।
ভিডিওর ক্যাপশনে বলা হয়, যারা ইন্টারনেট থেকে সত্য ও মিথ্যার পার্থক্য করতে পারেন না, আমি তাদেরকে পরামর্শ দিব আপনি হাঁটতে যান, তাজা বাতাস গ্রহণ করুন এবং আপনার চিন্তাতে সুশৃঙ্খল করুন।
ভিডিওগুলো কখন রেকর্ড করা হয়েছে সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
সিকিউরিটি সার্ভিসের এক মুখপাত্রের বরাতে শুক্রবার ইউক্রেনের সংবাদমাধ্যম ওবোজরিভাটেলের এক প্রতিবেদনে দাবি করা হয়, 'কাদিরভের অবস্থা সংকটাপন্ন। তার বর্তমান রোগের অবস্থা আরো খারাপ হয়েছে।' এরপর থেকেই এই চেচেন নেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে।
সোমবার একই সংবাদমাধ্যম দাবি করে, 'কাদিরভের কিডনি প্রতিস্থাপনের চেষ্টা হয়েছে। তবেএই অপারেশন সফল হয়নি।' এমন দাবির পেছনে তেমন প্রমাণ উপস্থাপন করতে পারেনি সংবাদমাধ্যমটি। তবে কয়েক মাস ধরে জানা যাচ্ছিল, কাদিরভ কিডনির সমস্যা ভুগছেন।
কাদিরভ রাশিয়ার ইউক্রেন আক্রমনের একজন একনিষ্ঠ সমর্থক । রাশিয়ার নিয়মিত সেনাদের সাথে তার যোদ্ধারা ইউক্রেন যুদ্ধে অংশও নিয়েছে।
সাবেক বিদ্রোহী, পরে ক্রেমলিনের মিত্রে পরিণত হওয়া কাদিরভ নিজেকে দীর্ঘদিন ধরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 'পদাতিক সৈনিক' বলে অভিহিত করে আসছেন। ২০০৭ সালে চেচনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।